বগুড়ার সারিয়াকান্দিতে দুই মাথাবিশিষ্ট একটি বাছুরের জন্ম হয়েছে। মা গাভিটির মালিক উপজেলার নারচী ইউনিয়নের কুপতলা পশ্চিম পাড়ার মফিজুল ইসলাম মিনুর। এদিকে বাছুরটি দেখতে গতকাল বুধবার সকাল থেকেই মিনুর বাড়িতে ভিড় করছে এলাকাবাসী।
গাভির মালিক মিনু বলেন, ‘বুধবার সকাল সাতটার দিকে বাছুরটির জন্ম হয়। বাছুরটি নিয়ে এখন খুব বিপদে আছি। মাথার ওজন বেশি হওয়ায় সোজা হয়ে দাঁড়াতে পারছে না। গাভিটিও অসুস্থ হয়ে পড়েছে।’
প্রাণিসম্পদ কর্মকর্তা শাহ আলম বলেন, ‘বিষয়টি আমি সকালেই অবগত হয়েছি। তবে এসব বিকলাঙ্গ বাছুর সাধারণত বেশি দিন বাঁচে না। দু-এক দিন বেঁচে থাকার পর মারা যায়। মা গাভিকে সুস্থ রাখতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’