Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

করোনার নতুন ঢেউয়ের শঙ্কা চিকিৎসকদের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

করোনার নতুন ঢেউয়ের শঙ্কা চিকিৎসকদের

চট্টগ্রামে ১০ দিনে করোনা শনাক্তের হার লাফিয়ে বাড়ছে। যেখানে ১০ দিন আগেও করোনা শনাক্ত শূন্যের কোটায় ছিল, সেখানে ১০ দিনের মাথায় এক দিনে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। প্রতিদিন আগের দিনের রেকর্ড ভাঙছে। আরও একটি করোনার ঢেউয়ের আশঙ্কা করছেন চিকিৎসকেরা। এখনই তাই কঠোর স্বাস্থ্যবিধি মানতে বলছেন তাঁরা।

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, চলতি মাসের ১৩ জুন ১৮১ জনের নমুনা পরীক্ষা করে পাঁচজনের করোনা শনাক্ত হয়। অথচ আগের দিন করোনা শনাক্ত ছিল শূন্য। ১৫ জুন করোনা শনাক্ত হয় পাঁচজনের। ১৬ জুন শনাক্ত হয় ১৬ জনের। পরদিন শনাক্ত হয় ২৬ জনের। ১৮ জুন শনাক্ত কমে হয় ১২ জন। ১৯ জুনও ১২ জন। ২০ জুন শনাক্ত হয় ৩১ জন। শনাক্তের হার ছিল ১১ দশমিক ৫৬ শতাংশ।

২১ জুন ৩৫৬ জনের করোনা পরীক্ষায় শনাক্ত হয় ১২ জন। শনাক্তের হার তিন দশমিক ৩৭ শতাংশ। ২২ জুন ৫০৩ জনের নমুনা পরীক্ষায় ১৯ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার তিন দশমিক ৭৭ শতাংশ। ২৩ জুন ৫০৩ জনের নমুনা পরীক্ষায় ৪৬ জনের শনাক্ত হয়। শনাক্তের হার একই।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. ইলিয়াস চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘যেভাবে করোনা বাড়ছে তা অবশ্যই চিন্তার বিষয়। আমাদের যেহেতু আগের অভিজ্ঞতা আছে, তাই আশা করি করোনা মোকাবিলায় সমস্যা হবে না। সব হাসপাতাল প্রস্তুত আছে। এখনো হাসপাতালে রোগী ভর্তি হচ্ছে না।’

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শেখ ফজলে রাব্বি বলেন, এখন কঠোর স্বাস্থ্যবিধি মানতে হবে। আগের মতো জনসমাগম যেখানে বেশি, সেখানে ভিড় কমিয়ে দিতে হবে। মাস্ক পরতে হবে। হাত পরিষ্কার রাখতে হবে।

শেখ ফজলে রাব্বি আরও বলেন, হাসপাতালে যারা পরামর্শের জন্য আসছেন তাঁদের মধ্যে জটিল কোনো সমস্যা তৈরি হচ্ছে না। এখনো যারা বুস্টার ডোজ নেননি, তাঁদের শিগগিরই উচিত বুস্টার ডোজ নিয়ে নেওয়া।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ