Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বদরগঞ্জে ৩ দিনে শনাক্ত ৮৩.৩৩ %

তারাগঞ্জ প্রতিনিধি

বদরগঞ্জে ৩ দিনে শনাক্ত ৮৩.৩৩ %

বদরগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে করোনাভাইরাস সংক্রমণের হার। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তিন দিনে ২৪ জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের শরীরে ভাইরাসটি পেয়েছে। গত মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই পরীক্ষায় শনাক্তের হার মিলেছে ৮৩ দশমিক ৩৩ শতাংশ।

চিকিৎসকেরা বলছেন, উপসর্গ থাকার পরও অনেকে পরীক্ষা করছেন না বলে আক্রান্তদের সঠিক পরিসংখ্যান পাওয়া যাচ্ছে না। উপজেলায় দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়লেও জনসচেতনতা নেই হাটবাজারগুলোতে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, তিন দিনে করোনা আক্রান্ত ২০ জনের মধ্যে হাসপাতালের দুই চিকিৎসক, অ্যাম্বুলেন্সের চালক, দুজন নার্স ও একজন পথ্য সরবরাহকারী রয়েছেন।

মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয়জনের নমুনা পরীক্ষা করে সাত, পরের দিন বুধবার দুজনের সবাই ও বৃহস্পতিবার ১৩ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের দেহে করোনার জীবাণু ধরা পড়ে।

এ ছাড়া বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরশাদ হোসেন, উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা আব্দুল মতিনসহ দুজন নার্স আট দিন আগে করোনায় আক্রান্ত হয়ে এখন চিকিৎসাধীন রয়েছেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, উপজেলায় করোনা দ্রুত ছড়াচ্ছে। ভাইরাসটি প্রতিরোধে জনসমাগম এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।

চিকিৎসা কর্মকর্তা (রোগ নিয়ন্ত্রণ) সাকলাইন রিফাত বলেন, হাসপাতালে বিনা মূল্যে করোনা পরীক্ষা করা হচ্ছে। সবাইকে জনসমাগম এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। উপসর্গ দেখা মাত্র বিলম্ব না করে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে সঠিকভাবে চিকিৎসা নিলে করোনা প্রতিরোধ করা সম্ভব।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শাকির মুবাশ্বির জানান, হাসপাতালের বহির্বিভাগ থেকে প্রতিদিন গড়ে ৫০০ জনের বেশি মানুষ চিকিৎসাসেবা নিচ্ছেন। সেবা নিতে আসা বেশির ভাগই হচ্ছেন সর্দি জ্বর ও গলাব্যথার রোগী। উপসর্গ থাকার পরেও অনেকে করোনার নমুনা পরীক্ষা না করায় আক্রান্তদের সঠিক পরিসংখ্যান পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বদরগঞ্জে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে এটা সত্যি। আমরা জনসচেতনতা সৃষ্টিতে মানুষের মধ্যে মাস্ক বিতরণসহ মাঠে কাজ করছি।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ