মির্জাপুরের দেওহাটা আলহাজ্ব জোনাবআলী উচ্চবিদ্যালয়ের খেলার মাঠে অবশেষে নালা নির্মাণকাজ শুরু হয়েছে। গত বুধবার দুপুরে নির্মাণকাজের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম। এ সময় উপসহকারী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষক খোরশেদ বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ছয় লেনে উন্নতিকরণ কাজের কারণে বিদ্যালয়ের মাঠ নিচু হয়ে পড়ে। এতে পানি নিষ্কাশন বন্ধ যায়। ফলে একটু বৃষ্টি হলেই মাঠে হাঁটু পানি জমে শ্রেণিকক্ষের ভেতরে চলে আসত। এতে শিক্ষার্থীদের খেলাধুলা ও লেখাপড়া বিঘ্নিত হচ্ছিল।
খোরশেদ আরও বলেন, এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুকে অবহিত করি। তিনি মাঠের জলাবদ্ধতা নিরসনে নালা নির্মাণে প্রাথমিকভাবে সাড়ে ১১ লাখ টাকা বরাদ্দ দেন। এ সময় তিনি নালা নির্মাণের পাশাপাশি মাঠ উঁচু করার দাবি জানান।
উপজেলা প্রকৌশল আরিফুর রহমান বলেন, বরাদ্দ করা টাকায় ১১৭ মিটার নালা নির্মাণ করা হবে। পানি নদীতে ফেলতে চাইলে আরও ১০০ মিটারের মতো নালা নির্মাণ করতে হবে। এ ছাড়া মাঠ নিচু হয়ে পড়ায় মাটি ফেলতে হবে। তাহলে মাঠের জলাবদ্ধতা স্থায়ীভাবে দূর হবে।