হোম > ছাপা সংস্করণ

শ্রীপুরে দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শ্রীপুর প্রতিনিধি

শ্রীপুরে পৃথক স্থান থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাতে ও গতকাল মঙ্গলবার মরদেহ দুটি উদ্ধার করা হয়।

জানা যায়, সোমবার রাতে শ্রীপুর পৌর এলাকা কেওয়া পশ্চিম খণ্ড গ্রামে থেকে শাহিনা আক্তার (৪২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শাহিনা পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড মসজিদ মোড় এলাকার দুদু মিয়ার স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, শাহিনা নিজ ঘরে থাকা আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে থানায় খবর দিলে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

অপরদিকে গতকাল মঙ্গলবার সকালে একই উপজেলার তেলীহাটি ইউনিয়নের আবদার এলাকায় কাঁঠাল গাছ থেকে ঝুলন্ত অবস্থায় শাহজাহান (৫০) নামে একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শাহজাহান নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত খুরশিদ মিয়ার ছেলে।

নিহত শাহজাহানের স্ত্রী ফেরদৌসী জানান, ‘আমি আমার স্বামীকে নিয়ে পাঁচ বছর ধরে স্থানীয় সিদ্দিকুর রহমানের বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি কারখানায় কাজ করি এবং আমার স্বামী দিনমজুরের কাজ করতেন। আজ (মঙ্গলবার) ভোর থেকে তাকে আমি দেখতে পাইনি। হঠাৎ স্থানীয়দের ডাক-চিৎকার শুনে গিয়ে দেখি আমার স্বামী আত্মহত্যা করেছেন। কী কারণে করেছে কি তা আমি জানি না।’

শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, পৃথক স্থান থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন