হোম > ছাপা সংস্করণ

জ্যোতিদের ঘুরে দাঁড়ানোর আশা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারের পথ কঠিন করে ফেলেছে বাংলাদেশ। আজ গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবেন নিগার সুলতানা জ্যোতিরা। সেমিফাইনালের দৌড়ে থাকতে ম্যাচটি জিততেই হবে তাঁদের।

আগের দুই ম্যাচে বাংলাদেশের বোলিং নিয়ে প্রশ্ন তোলার সুযোগ কম। তবে বেশি হতাশ করছে মেয়েদের ব্যাটিং। অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করেছিলেন জ্যোতি। তবে এখনও সেমির আশা ছেড়ে দিচ্ছেন না বাংলাদেশ অধিনায়ক,  ‘এখনো সুযোগ আছে। আমাদের বোলিং সাইড খুব ভালো করছে। এটি নিউজিল্যান্ডের বিপক্ষে আমাদের আত্মবিশ্বাস দিচ্ছে। আগের ম্যাচে কিছু ইতিবাচক দিক ছিল। এখন নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো কিছু করে এগিয়ে যাওয়াই আমাদের চেষ্টা থাকবে।’

নিউজিল্যান্ডের বিপক্ষেই কদিন আগে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশের মেয়েরা। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপে কিউই মেয়েদের অবস্থানও খুব স্বস্তিদায়ক নয়। নিজেদের আগের দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে রীতিমতো বিধ্বস্ত হয়েছে তাঁরা।

বাংলাদেশ ও নিউজিল্যান্ড দুই দলের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ। যে দল জিতবে তাদের সেমির স্বপ্ন বেঁচে থাকবে। হারলে অনেকটাই বিদায় নিশ্চিত।

গ্রুপ-১-এ অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা নিজেদের প্রথম দুই ম্যাচে জিতে পয়েন্ট টেবিলে যথাক্রমে এক ও দুইয়ে আছে। একটি করে জয় ও হারে ২ পয়েন্ট নিয়ে তিনে দক্ষিণ আফ্রিকা। পয়েন্ট ছাড়া বাংলাদেশ চার ও নিউজিল্যান্ড পাঁচে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন