Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

মাথা গোঁজার ঠাঁই পেলেন আনসার-ভিডিপির মঞ্জু রানী

কেশবপুর প্রতিনিধি

মাথা গোঁজার ঠাঁই পেলেন আনসার-ভিডিপির মঞ্জু রানী

কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়ন আনসার ও ভিডিপির দলনেত্রী গৃহহীন মঞ্জু রানী বিশ্বাস থাকার জন্য পেলেন পাকা ঘর।

গত বুধবার দুপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘরের উদ্বোধন করেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অসচ্ছল সদস্যদের পরিবারের জন্য মহাপরিচালকের উপহার হিসেবে মঙ্গলকোট গ্রামের মঞ্জু রানী বিশ্বাসকে ঘর দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট সঞ্জয় কুমার সাহা, কেশবপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সখিনা খাতুন, আনসার ভিডিপির প্রশিক্ষক দেবাশীষ দাস, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, যশোর জেলা আনসার ব্যাটালিয়নের সদস্য নাসিরুল ইসলাম, উপজেলা কোম্পানি কমান্ডার আবু বক্কর সিদ্দিক, মঙ্গলকোট ইউনিয়ন আনসার ভিডিপির দলনেতা আলতাফ হোসেন, কমান্ডার বিল্লাল হোসেন, সহকারী কমান্ডার আজিজুর হাকিম, কেশবপুর সদর ইউনিয়নের দলনেতা মহিবুল ইসলাম, দলনেত্রী চিত্রা দাস, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দলনেত্রী তামান্না ইয়াসমিন, পাঁজিয়ার দলনেত্রী বিভা রানী বিশ্বাস, দলনেতা আব্দুর রশিদ প্রমুখ।

যশোর জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট সঞ্জয় কুমার সাহা বলেন, ‘মঙ্গলকোট ইউনিয়ন আনসার ও ভিডিপির দলনেত্রী গৃহহীন মঞ্জু রানী বিশ্বাসকে তাঁর চার শতক জমির ওপর দুই কক্ষবিশিষ্ট একটি পাকা ঘর, একটি শৌচাগার, একটি টিউবওয়েল দেওয়া হয়েছে।’

গৃহহীন মঞ্জু রানী বিশ্বাস বলেন, ‘মহাপরিচালকের এ উপহার পেয়ে আমি খুবই খুশি। আমার মাথা গোঁজার ঠাঁই হয়েছে। আর কষ্ট পোহাতে হবে না।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ