জয়পুরহাটে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত ফি এবং চাঁদা আদায় বন্ধের জন্য জেলা প্রশাসক মো. শরীফুল ইসলামকে চিঠি দেওয়া হয়েছে। এ উদ্যোগ গ্রহণের অনুরোধ করেছেন সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
গত সোমবার আবু সাঈদ আল মাহমুদ স্বপনের পক্ষে তাঁর একান্ত সচিব (উপসচিব) মো. তোফাজ্জল হোসেন স্বাক্ষরিত একটি চিঠি জেলা প্রশাসক মো. শরিফুল ইসলামকে দেওয়া হয়।
ওই চিঠিতে উল্লেখ করা আছে-‘জয়পুরহাট জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সময় এবং বছরের শুরুতে সেশন ফি ও পরীক্ষার ফরম পূরণের জন্য ফি আদায়ের সময় নানা অজুহাতে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। এছাড়া বিভিন্ন পাবলিক পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের নামে বিদায়ী শিক্ষার্থীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করা হচ্ছে।’
এ বিষয়ে জেলা প্রশাসককে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ করা হয়।