প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছে ইতালি। বাংলাদেশ সময় আজ রাত ৩টায় আর্জেন্টিনার লা প্লাটায় উরুগুয়ের মুখোমুখি আজ্জুরিরা। যে দলের হাতে শিরোপা উঠুক না কেন, যুব বিশ্বকাপ পেতে যাচ্ছে নতুন চ্যাম্পিয়ন।
উরুগুয়ে এর আগে দুবার (১৯৯৭, ২০১৩) ফাইনাল খেলেও শিরোপা জিততে পারেনি। এবার সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ তাদের সামনে। গত পরশু চমক দেখানো দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ইতালি। এক দিন আগে উরুগুয়ে ১-০ গোলের জয়ে থামায় ইসরায়েলের জাদুকরী দৌড়।
এবারের টুর্নামেন্টে দুই দলই অপরাজেয়। ‘ডি’ গ্রুপে রানার্সআপ হয়ে হয়ে নকআউট পর্বে ওঠে ইতালি। একইভাবে ‘ই’ গ্রুপ থেকে উরুগুয়ে।