বিনোদন ডেস্ক
চলতি বছরের মে মাসে অনলাইনে ভাইরাল হয় সিংহলি গান ‘মানিকে মাগে হিতে’। অতি অল্প সময়েই শ্রীলঙ্কা থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এই গান। শ্রীলঙ্কার র্যাপ কুইন ইয়োহানি ডিলোকা ডি সিলভার গাওয়া সেই গান বিভিন্ন ভাষায় রিমেক হয়েছে। গানটির সুর শ্রোতাদের হৃদয় স্পর্শ করেছে।
এ বছর বলিউডের গানের কদর কমেছে। ম্যাসিভ হিট হয়নি কোনো গান। সারা বছরই ছিল রিমেক গানের জোয়ার। হিন্দি গানে ভারতের সবচেয়ে নামী প্রযোজনা প্রতিষ্ঠান টি সিরিজ একের পর এক রিমেক গান তৈরি করেছে। এসব গান নিয়মিত গেয়েছেন গুরু রান্ধাওয়া, তুসি কুমার, দর্শন রাভাল, জুবিন নাটিয়াল, তানিশক বাগচি, ধ্বনি ভানুশালী। এসব গানের ভিডিওতে মডেল হয়ে আলোচনায় ছিলেন নোরা ফাতেহি। বলিউডের গত কয়েক বছরের আলোচিত গায়ক অরিজিৎ সিং। ২০২১ সাল মহামারির কবলে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি স্থবির হয়ে পড়লে অরিজিৎ সিংয়ের নতুন গান আসাও বন্ধ হয়ে যায়। এর মধ্যে অরিজিৎ নিজেও অনেকখানি সিলেক্টিভ হয়ে যান। তাই বছরের শেষে যে কটি গান এসেছে, সেগুলোর বেশির ভাগই বড় বাজেটের ছবিতে এ আর রহমান, প্রিতম, মিথুনদের মতো প্রথম সারির সংগীত পরিচালকদের সঙ্গে। বছরের শেষ তিন মাসে মাঠে নেমেই ছক্কা হাঁকান অরিজিৎ সিং। কয়েক দিনের ব্যবধানে একাধিক গানের ধামাকা দিয়ে অরিজিৎ ভক্তদের তৃষ্ণা মিটিয়ে দেন। এর মধ্যে রয়েছে ‘জো তুম আ গায়া হো’, ‘লেহরা দো’, ‘মেরা ইয়ারা’, ‘সোচ লিয়া’, ‘তুমহে মোহাব্বাত’, ‘রাত জারা সি’ গানগুলো। এই বছরও পাকিস্তানি গায়কেরা সুযোগ পাননি বলিউডে। এ আর রহমান, প্রিতমদের সংগীতের গানগুলো ছিল আলোচনায়।
কলকাতার ছবিগুলোর বেশি গান আলোচিত হয়নি। প্রশংসা পেয়েছে ‘প্রেম টেম’ ছবিতে গাওয়া বাংলাদেশের মাহতিম সাকিবের ‘তাকে অল্প কাছে ডাকছি’। অনুপম রায়ের বিচ্ছেদ ছিল এই ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত বিষয়।
এ ছাড়া ভারতের দক্ষিণীর জনপ্রিয় যতটা ছবি পাওয়া গেছে, ততটা আলোচিত গান পাওয়া যায়নি।