বিনোদন ডেস্ক
বলিউডে ডন হয়ে প্রথম পর্দা কাঁপান অমিতাভ বচ্চন। ১৯৭৮ সালে মুক্তি পায় অমিতাভের ‘ডন’। ২০০৬ সালে শাহরুখ খানকে নিয়ে একই নামে সিনেমা বানান ফারহান আখতার। এরপর ২০১১ সালে ‘ডন ২’ সিনেমায় আবারও এ চরিত্রে দেখা দেন বলিউড বাদশা। অনেক বছর পর ডন হিসেবে দর্শকদের সামনে আসছেন শাহরুখ। কী ভাবছেন? রণবীর সিংয়ের বদলে শেষ মুহূর্তে ‘ডন ৩’ সিনেমায় থাকছেন শাহরুখ? তা নয়। ফারহানের পরিচালনায় ডন ৩-এ মুখ্য চরিত্রে থাকছেন রণবীরই। তবে বলিউড বাদশাকে অন্য একটি প্রজেক্টে ডনের চরিত্রে দেখা যাবে।
শোনা যাচ্ছে, সুজয় ঘোষের পরিচালনায় তৈরি হচ্ছে একটি অ্যাকশন-থ্রিলার। সিনেমার নাম ‘কিং’। শাহরুখের স্ত্রী গৌরী খান ও সিদ্ধার্থ আনন্দ প্রযোজনার দায়িত্বে থাকবেন। এতেই ডনের চরিত্রে দেখা যাবে শাহরুখকে। কিং খানের সঙ্গে কিং সিনেমায় দেখা যাবে তাঁর মেয়ে সুহানা খানকেও। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কিং সিনেমার চিত্রনাট্য লেখা হয়েছে এক গুরু ও তাঁর নারী ভক্তের কাহিনি নিয়ে। এ দুই চরিত্রে অভিনয় করবেন বাপ-বেটি।
কিং সিনেমায় বড় চুল ও দাড়িতে দেখা যাবে শাহরুখকে। ভালো-খারাপ মিলিয়ে ডিজাইন করা হয়েছে তাঁর চরিত্রটি। সেপ্টেম্বর মাসে শুরু হবে সিনেমার শুটিং। শাহরুখ ও সুহানা খান ইতিমধ্যে অ্যাকশন দৃশ্যের জন্য ট্রেনিং শুরু করেছেন। ডনের চরিত্রে শাহরুখের প্রত্যাবর্তনের খবরে প্রবল উৎসাহী তাঁর ভক্তরা। গত বছর তিনটি সুপারহিটের পর এ বছর বড় পর্দা থেকে বিরতি নিয়েছেন শাহরুখ। এর মাঝেই সামনে এল তাঁর নতুন কাজের খবর।