টিভি সিরিয়াল দিয়ে কাজ শুরু করেছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার। তারপর রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমায় জুটি হন তাঁরা। এই সিনেমা দিয়ে রাতারাতি তারকা বনে যান রাহুল-প্রিয়াঙ্কা। সম্পর্কেও জড়ান। তাঁদের বিয়েতে নানারকম বাধা এসেছিল। তবে সব বাধা সরিয়ে ২০১০ সালে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। ছেলে সহজের জন্মের সময় স্বাভাবিকভাবেই অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু ছেলে কিছুটা বড় হওয়ার পর সবাইকে চমকে দিয়ে বিচ্ছেদের সিদ্ধান্তের খবর আসে রাহুল ও প্রিয়াঙ্কার পক্ষ থেকে।
অনেক সময় বিচ্ছেদও শান্তিপূর্ণ হয়। কিন্তু রাহুল-প্রিয়াঙ্কার ক্ষেত্রে তেমনটি হয়নি। বেশ জটিলতা তৈরি হয়েছিল তাঁদের মধ্যে। ২০১৮ সালে তাঁরা পরস্পরের বিরুদ্ধে কিছু অভিযোগ এনেছিলেন জনসম্মুখে। বিশেষ করে ছেলে সহজ বন্দ্যোপাধ্যায়ের দেখভাল নিয়ে দুই পক্ষের মধ্যে আইনি লড়াই ছিল চরমে।