Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বিচ্ছেদ ভুলে কাছাকাছি

বিনোদন ডেস্ক

বিচ্ছেদ ভুলে কাছাকাছি

টিভি সিরিয়াল দিয়ে কাজ শুরু করেছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার। তারপর রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমায় জুটি হন তাঁরা। এই সিনেমা দিয়ে রাতারাতি তারকা বনে যান রাহুল-প্রিয়াঙ্কা। সম্পর্কেও জড়ান। তাঁদের বিয়েতে নানারকম বাধা এসেছিল। তবে সব বাধা সরিয়ে ২০১০ সালে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। ছেলে সহজের জন্মের সময় স্বাভাবিকভাবেই অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু ছেলে কিছুটা বড় হওয়ার পর সবাইকে চমকে দিয়ে বিচ্ছেদের সিদ্ধান্তের খবর আসে রাহুল ও প্রিয়াঙ্কার পক্ষ থেকে।

অনেক সময় বিচ্ছেদও শান্তিপূর্ণ হয়। কিন্তু রাহুল-প্রিয়াঙ্কার ক্ষেত্রে তেমনটি হয়নি। বেশ জটিলতা তৈরি হয়েছিল তাঁদের মধ্যে। ২০১৮ সালে তাঁরা পরস্পরের বিরুদ্ধে কিছু অভিযোগ এনেছিলেন জনসম্মুখে। বিশেষ করে ছেলে সহজ বন্দ্যোপাধ্যায়ের দেখভাল নিয়ে দুই পক্ষের মধ্যে আইনি লড়াই ছিল চরমে।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়তবে পুরোনো হয়েছে সেসব গল্প। টালিউডে গুঞ্জন চলছে, বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন রাহুল-প্রিয়াঙ্কা। সম্প্রতি রাহুল ফেসবুকে প্রিয়াঙ্কা আর ছেলে সহজের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন ‘ত্রয়ী’। রাহুলের ঘনিষ্ঠ এক ব্যক্তি ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রাহুল-প্রিয়াঙ্কা আলাদা হয়ে যাওয়ার পর জলঘোলা হয়েছে অনেক। তবে সেসব অধ্যায় ভুলে দুজন এখন সহজের বড় হওয়ার বিষয়টিতে গুরুত্ব দিতে চাইছেন। সহজকে একসঙ্গে বড় করতে হলে তাঁদের আবার মন জুড়তে হবে। সেই পথে হাঁটার চেষ্টা করছেন তাঁরা। যে পথে হাঁটছেন রাহুল-প্রিয়াঙ্কা, সে পথ যদি থমকে না দাঁড়ায়, তাহলে সেটাই হবে টালিউডের জন্য স্বস্তির খবর।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ