দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে তেল ও সার পাচার রোধে সীমান্তে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার সাইদুর রহমান জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা বিজিবির কাছে এসেছে। এতে ডিজেল, কেরোসিন ও সার যাতে কোনোভাবেই সীমান্ত পেরিয়ে ভারতে পাচার হয়ে যেতে না পারে এ জন্য সব পোস্টে বিজিবিকে সতর্ক করে দেওয়া হয়েছে।
এ ছাড়া ভারত থেকে আমদানি করা পণ্যবাহী ট্রাকগুলো বন্দরে পণ্য খালাস শেষে নিজ দেশে প্রবেশ করার সময় সেগুলোকে চেক করা হচ্ছে। এ বিষয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে বলে জানা তিনি।