উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে সব প্রতিষ্ঠানে গতকাল রোববার উদ্যাপিত হয়েছে বই উৎসব। বছরের প্রথম দিন নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। বিস্তারিত প্রতিনিধিদের খবরে
রাজবাড়ী: বছরের প্রথম দিনে জেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৩ লাখ ৩৬ হাজার ১০০ জন শিক্ষার্থীকে নতুন বই দেওয়া হয়েছে। গতকাল সকালে রাজবাড়ী টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই উৎসবের উদ্বোধন করা হয়। নতুন বই পেয়ে খুশি হয় শিক্ষার্থীরা।
জানা গেছে, এ বছর রাজবাড়ীতে ৪৮২টি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ ১৭ হাজার ৩০১ জন এবং মাধ্যমিক স্তরের কারিগরি ও মাদ্রাসার ২৩২টি প্রতিষ্ঠানের ১ লাখ ১৮ হাজার ৭৯৯ জন শিক্ষার্থীকে নতুন বই দেওয়া হয়।
বই উৎসবে জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি সালমা চৌধুরী রুমা, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুবর্ণা রানী সাহা, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মণ্ডল প্রমুখ।
ফরিদপুর: বছরের প্রথম দিন বই উৎসবে মাতল ফরিদপুরের প্রায় দুই লাখ শিক্ষার্থী। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের সারদা সুন্দরী বালিকা উচ্চবিদ্যালয়, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ঝিলটুলির আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় ও জেলা প্রশাসন স্কুলসহ বেশ কয়েকটি বিদ্যালয়ে জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বই উৎসবের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. লিটন আলী, জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষালসহ বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকেরা।
এ বছর ফরিদপুর জেলার ৯ উপজেলায় মোট ১ লাখ ৮৬ হাজার ৯৩৪ জন ছাত্র-ছাত্রীর মধ্যে বই বিতরণ করা হয়।
গোপালগঞ্জ: গোপালগঞ্জ জেলায় প্রাথমিকে ৭ লাখ ৫৫ হাজার ৬৯৭টি বই এবং মাধ্যমিক, মাদ্রাসা ও ভোকেশনালে ১৭ লাখ ৭১ হাজার ১১১টি বই শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। শহরের জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ, এস এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বীণাপাণি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে বই উৎসবে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হেদায়েতুল ইসলাম, পৌর মেয়র শেখ রকিব হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাবউদ্দিন আজমসহ জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাদারীপুর: গতকাল সকালে শহরের পৌর অফিস সংলগ্ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনে বই তুলে দেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিন, পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।
জানা গেছে, মাদারীপুর সদর, কালকিনি, ডাসার, শিবচর ও রাজৈর—এই পাঁচ উপজেলায় ৯৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ লাখ ৫০ হাজার ১১৯ জন শিক্ষার্থী রয়েছে। এসব বিদ্যালয়ের জন্য প্রাক্-প্রাথমিকের শিক্ষার্থীর জন্য ২৭ হাজার ৪০৪টি বই বিতরণ করা হয়। এতে প্রাক্-প্রাথমিকের শিক্ষার্থীদের মধ্যে শতভাগ বই দেওয়া হয়েছে। আর প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ৭ লাখ ১৬ হাজার ৮৪৭টি বইয়ের চাহিদার বিপরীতে পাওয়া গেছে ৩ লাখ ৭৩ হাজার ১৫০টি বই, যা চাহিদার তুলনায় ৪৮ ভাগ কম। আগামী এক সপ্তাহের মধ্যে বাকি বইগুলো শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে বলে জানান জেলা শিক্ষা কর্মকর্তা।
ভেদরগঞ্জ (শরীয়তপুর) : গতকাল বেলা একটার দিকে ভেদরগঞ্জ সরকারি হেডকোয়ার্টার পাইলট উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ ও রামভদ্রপুর রেবতী মোহন উচ্চবিদ্যালয়, ১ নম্বর গৈড্যা বোর্ড মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি থেকে বই বিতরণ উৎসব উদ্বোধন করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মামুন।
সরকারি হেডকোয়ার্টার পাইলট উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ পৌরসভার মেয়র আবুল বাশার চোকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন ও বিদ্যালয়ের শিক্ষকেরা।