Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

করোনায় ১৬৪ জন শিক্ষার্থীর বাল্যবিবাহ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

করোনায় ১৬৪ জন শিক্ষার্থীর বাল্যবিবাহ

করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় দিনাজপুরের বিরামপুরে মাধ্যমিক বিদ্যালয়ের ১৬৪ জন শিক্ষার্থীর বাল্যবিবাহ হয়েছে। এ তথ্য জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের। তবে, সচেতনমহল মনে করেন এর সংখ্যা আরও বেশি হতে পারে।

মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২০ সালে থেকে সারা দেশে লকডাউনে বন্ধ থাকাকালে উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষার্থীদের বাল্যবিবাহের তথ্য চাওয়া হয়েছিল। এ সময় উপজেলার ৬৪টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ২০টি হাইস্কুল ও মাদ্রাসা বাল্যবিবাহের তথ্য প্রদান করে। এর মধ্যে ষষ্ঠ শ্রেণির ৬ জন, সপ্তম শ্রেণির ১৯ জন, অষ্টম শ্রেণির ৩৬ জন, নবম শ্রেণির ৩৪ জন ও দশম শ্রেণির ৬৯ জন শিক্ষার্থীর বাল্যবিবাহ হয়। এ ছাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০২১ সালে মোহনপুর উচ্চবিদ্যালয়ের সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর বাল্যবিবাহ হয়।

জানা গেছে, অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বাল্যবিবাহের তথ্য গোপন করে। বিয়ে হওয়া শিক্ষার্থীর তথ্যকে ওই ফরম্যাটে বাল্যবিবাহ না দেখিয়ে ড্রপ-আউট বা অন্য কোনো অপশন দেখিয়ে তথ্য জমা দেয়। এ রকম তথ্য দেওয়া কোনো কোনো প্রতিষ্ঠানের ২০ থেকে ৪৫ জন্য শিক্ষার্থীর বাল্যবিবাহের ঘটনা ঘটেছে।

বিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূর আলম মোবাইল ফোনে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একটি ফরম্যাটের মাধ্যমে বাল্যবিবাহের তথ্য চাওয়া হয়েছিল। সেখানে ১৬৪ জন শিক্ষার্থীর বাল্যবিবাহের খবর পাওয়া গেছে। কোনো প্রতিষ্ঠান যদি বাল্যবিবাহের তথ্য গোপন করে, তাহলে যাচাই করার জন্য পুনরায় তথ্য নেওয়া হবে।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে বিরামপুর উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করে বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। তবে, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বাল্যবিবাহ-সংক্রান্ত তথ্য সরকারকে না দিয়ে থাকলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ