হোম > ছাপা সংস্করণ

অজ্ঞান পার্টির আতঙ্কে পাহারা

কেশবপুর (যশোর) প্রতিনিধি

কেশবপুরে দুই দিনের ব্যবধানে খতিয়াখালী গ্রামে এক শিক্ষকের বাড়িসহ দুটি বাড়িতে চেতনানাশক স্প্রে দিয়ে অচেতন করে স্বর্ণালংকার ও টাকা চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্কে দেখা দিয়েছে। অজ্ঞান পার্টির সদস্যদের ধরার জন্য এলাকাবাসী গ্রামের মোড়ে মোড়ে রাতে পাহারা বসিয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে কেশবপুর সদর ইউনিয়নের খতিয়াখালী গ্রামের বাসিন্দা উপজেলার দোরমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র গোলদারের বাড়িতে দুষ্কৃতকারীরা চেতনানাশক স্প্রে দিয়ে পরিবারের সবাইকে অচেতন করে ঘরে ঢুকে নগদ টাকাসহ স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে। এর দুদিন আগে একই এলাকার মাধই দাসের বাড়িতেও একইভাবে চুরি হয়।

দোরমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র গোলদার বলেন, ‘দুষ্কৃতকারীরা আমাদের ঘরে ঢুকে ঘুমের মধ্যে চেতনানাশক স্প্রে দিয়ে পরিবারের সবাইকে অচেতন করে দেয়। এরপর ঘরের গেটের তালা ও জানালা ভেঙে মেয়ের বিয়ে উপলক্ষে তৈরি করা ১৩ ভরি স্বর্ণালংকার ও টাকা চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় কেশবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’

একইভাবে দুদিনের ব্যবধানে ওই এলাকায় দুটি চুরির ঘটনা ঘটায় গ্রামবাসীর মধ্যে চেতনানাশক স্প্রে চোর আতঙ্ক বিরাজ করছে।

খতিয়াখালী গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মৃণাল দাস বলেন, ‘অজ্ঞান পার্টির চোরদের ধরতে গ্রামের তিনটি মোড়ে রাতে গোপনে পাহারা শুরু করেছেন এলাকাবাসী। রাত ১২টার পর ওই এলাকায় কোনো অপরিচিত লোক পাওয়া গেলে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

এলাকার বর্তমান ইউনিয়ন পরিষদের সদস্য স্বরজিৎ দাস বলেন, ‘এলাকাবাসীকে নিয়ে এ বিষয়ে বৈঠক ডাকা হয়েছে। প্রয়োজনে রাতে স্প্রে পার্টি ঠেকাতে পাহারার ব্যবস্থা করা হবে।’

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দীন বলেন, ‘শিক্ষকের বাড়িতে চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে। চোর শনাক্তের জন্য পুলিশ কাজ শুরু করেছে।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন