গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ১২ কেজি ওজনের একটি চিতল মাছ ধরা পড়েছে। গতকাল শুক্রবার সকালে উজানচর ইউনিয়নের কামারডাঙ্গী এলাকার জেলে সাইদুল হালদারের জালে মাছটি ধরা পড়ে। মাছটি ১৮ হাজার টাকায় বিক্রি হয়।
জেলে সাইদুল হালদার বলেন, বৃহস্পতিবার রাতে কয়েকজন মিলে নদীতে মাছ ধরতে যান। গতকাল সকালে তাঁর জালে ১২ কেজি ওজনের একটি চিতল মাছ ধরা পড়ে। মাছটি দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটের শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান শেখের কাছে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ১৬ হাজার ৮০০ টাকায় বিক্রি করেন।
মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, সাইদুল হালদার মাছটি পাওয়ার পর ফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করেন। মাছটি ফেরিঘাটে নিয়ে এলে ১৬ হাজার ৮০০ টাকায় কিনে নেন। তিনি ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৫০০ টাকা কেজি দরে ১৮ হাজার টাকায় বিক্রি করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, পদ্মার বড় মাছ সুস্বাদু। মাঝে মধ্যে বড় মাছ দেখা যায়। বড় মাছের ভালো দাম পেয়ে জেলে ও ব্যবসায়ীরা খুশি হন।