Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

কাঁচা মরিচের দাম এক লাফে বাড়ল ২০ টাকা

জয়পুরহাট প্রতিনিধি

কাঁচা মরিচের দাম এক লাফে বাড়ল ২০ টাকা

এক সপ্তাহের ব্যবধানে জয়পুরহাটে অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে। এর মধ্যে গত সপ্তাহে প্রতি কেজি বেগুন বিক্রি হয়েছিল ৪৫ টাকায়। এখন তা বিক্রি হচ্ছে ৬০ টাকা। আর কাঁচা মরিচের দাম এক লাফে বেড়েছে ২০ টাকা। বর্তমানে তা কেজি প্রতি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। এতে নিম্নবিত্ত মানুষ সীমিত আয়ের মধ্য থেকে সংসার চালাতে হিমশিম খাচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, এক সপ্তাহ আগের চেয়ে বর্তমানে অধিকাংশ সবজির আমদানি কিছুটা কমেছে। তাই সেগুলোর দামও বেড়েছে। তবে রমজানে বেগুনি তৈরির জন্য বেগুনের চাহিদা বেড়েছে। আবার বেগুনের উৎপাদনও কিছুটা কমেছে। এ দ্বিমুখী প্রভাবে বেগুনের দাম বেড়েছে।

মাছুয়া বাজারের সবজি বিক্রেতা মো. সজল জানান, সবজির ৭ দিন আগের এবং বর্তমানের পাইকারি বাজারের তুলনামূলক চিত্র নিম্নরূপ। আগে প্রতি কেজি টমেটোর পাইকারি মূল্য ছিল ২০ টাকা, বর্তমানে ২৫ টাকা। প্রতি কেজি বেগুনের পাইকারি মূল্য ছিল ৩৫ টাকা, বর্তমানে ৪৫ টাকা। প্রতি কেজি পটোলের পাইকারি মূল্য ছিল ৪০ টাকা, বর্তমানে ৪৫ টাকা। প্রতি কেজি করলার পাইকারি মূল্য ছিল ৩০ টাকা, বর্তমানে ৪৫ টাকা।

প্রতি কেজি শজনে ডাঁটার পাইকারি মূল্য ছিল ১৫ টাকা, বর্তমানে ২০ টাকা। প্রতি কেজি শসার পাইকারি মূল্য ছিল ২৫ টাকা, বর্তমানে ১৫ টাকা। প্রতি কেজি পেঁয়াজের পাইকারি মূল্য ছিল ২৫ টাকা, বর্তমানে তাই আছে। এ ছাড়া প্রতি কেজি কাঁচা মরিচের পাইকারি মূল্য ছিল ৫০ টাকা, বর্তমানে ৬০ টাকা।

মাছুয়া বাজারের আরেক সবজি বিক্রেতা মন্তাজ মণ্ডলের সঙ্গে কথা বলে জানা গেছে, সাত দিন আগে প্রতি কেজি টমেটোর খুচরা মূল্য ছিল ২৫ টাকা, বর্তমানে ৩০ টাকা। প্রতি কেজি বেগুনের খুচরা মূল্য ছিল ৪৫ টাকা, বর্তমানে ৬০ টাকা।

একইভাবে বেড়েছে কাঁচা মরিচের দাম। প্রতি কেজি কাঁচা মরিচের খুচরা মূল্য ছিল ৬০ টাকা। বর্তমানে ২০ টাকা বেড়ে হয়েছে ৮০ টাকা। আর পেঁয়াজের দাম গত সপ্তাহে খুচরা মূল্য ছিল ৩০ টাকা, বর্তমানে তা ৩৫ টাকা।

জেলা শহরের সবুজ নগর এলাকা থেকে মাছুয়া বাজারে সবজি কিনতে আসা ক্রেতা জাকিয়া সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘সাত দিনের ব্যবধানে কেজিপ্রতি প্রায় প্রতিটি সবজির দাম বেড়েছে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত। এতে আমরা বেশ অস্বস্তিতে আছি।’

নতুনহাটে কাঁচা বাজার করতে আসা সাইদুর রহমান মণ্ডল বলেন, ‘আমি একটি কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী। আমাদের বিল বেতন বৃদ্ধি পাচ্ছে না, অথচ কাঁচাবাজারের দাম দফায় দফায় বাড়ছে। এ জন্য অস্বস্তিতে আছি। কম টাকায় সংসার চালাতে গিয়ে বাজার করতে হিমশিম খাচ্ছি।’

জয়পুরহাটের নতুনহাটে সবজি কিনতে আসা সানি ছাত্রাবাসের ছাত্র উৎসব কুণ্ডু বলেন, ‘আমরা কৃষক ঘরের সন্তান। ছাত্রাবাসে থেকে লেখাপড়া করি জয়পুরহাট সরকারি কলেজে। মা-বাবার আয়-রোজগার বাড়েনি, কিন্তু বাজারে সবজির দাম দফায় দফায় বাড়ছেই। এ জন্য আমাদের প্রতি মাসে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে। সেই চাপ পড়ছে মা-বাবার ওপর। এ জন্য বাজার করতে এসে আমরা অস্বস্তিতে পড়ছি।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ