কিশোরগঞ্জের নিকলীতে বাল্কহেডের ধাক্কায় এক জেলে নিখোঁজ ও দুজন গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে উপজেলার ছাতিরচর এলাকায় ঘোড়াউত্রা নদীতে। এ ঘটনায় নিকলী থানা-পুলিশ বাল্কহেডসহ তিন শ্রমিককে আটক করেছে। নিকলী থানার পরিদর্শক (তদন্ত) আনিছুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জানা গেছে, কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা থেকে ভোরে বাল্কহেডটি সুনামগঞ্জ জেলার উদ্দেশে রওনা করে। পথিমধ্যে ঘোড়াউত্রা নদীতে একটি মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা লাগলে সেটি তলিয়ে যায়। এ সময় নৌকায় থাকা আটজন জেলের মধ্যে মংলো (৬৫) নিখোঁজ হন। জয় বর্মণ (২০) ও লবেন বর্মণ (৪০) নামের দুই জেলেকে স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে নিকলী থানা-পুলিশ ঘটনাস্থল থেকে বাল্কহেডের শ্রমিক উছমান, মুর্শিদ মিঞা ও আমির হামজা নামের তিনজনকে আটক করে। আটক ব্যক্তিরা সুনামগঞ্জে বিশ্বম্ভরপুর উপজেলার বাসিন্দা। এ সময় পুলিশ বাল্কহেডটিও জব্দ করে।
নিখোঁজ ব্যক্তির সন্ধানে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা নিয়ে শনিবার সন্ধ্যা পর্যন্ত নদীতে উদ্ধার অভিযান চালায় পুলিশ।