হোম > ছাপা সংস্করণ

এক পরাজিতের বাড়িতে আরেক পরাজিতের হামলা

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে পরাজিত কাউন্সিলর প্রার্থী জ্যোতির্ময় চন্দ নাড়ুর বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। গত বুধবার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণার পর একই ওয়ার্ডের অপর পরাজিত কাউন্সিলর প্রার্থী খালিকুজ্জামান খোকনের সমর্থকরা এ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার দেওয়ানগঞ্জ পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড থেকে সাধারণ আসনে সাতজন প্রার্থী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ডালিম প্রতীক নিয়ে আব্দুস সালাম খোকা নির্বাচনে জয়লাভ করেন। নির্বাচনে ওই ওয়ার্ডে টেবিল ল্যাম্প প্রতীকে জ্যোতির্ময় চন্দ নাড়ু ও খালিকুজ্জামান খোকন ব্ল্যাকবোর্ড প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁরা দুইজনই পরাজিত হন। ফলাফল ঘোষণার পর খোকনের সমর্থকরা জ্যোর্তিময় চন্দ নাড়ুর বাড়িতে অতর্কিত হামলা ও ভাঙচুর করে।

জ্যোতির্ময় চন্দ নাড়ু বলেন, ‘নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করায় খালিকুজ্জামান খাকনের লোকজন আমার বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে। আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি পাল্টা হামলা করিনি।’ তিনি এ ঘটনার বিচার দাবি করেন। তবে অভিযুক্ত খালিকুজ্জামান খোকনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহবত কবীর বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ