দেবিদ্বার প্রতিনিধি
দেবিদ্বার উপজেলার দক্ষিণ ভিংলাবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত কিশোর মোহাম্মদ ফরহাদ মারা গেছে। গত শনিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
নিহত ফরহাদ পৌরসভার দক্ষিণ ভিংলাবাড়ি এলাকার মো. মোস্তফার ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, গত বৃস্পতিবার সকাল ৮টার দিকে পান্নারপুল-বাখরাবাদ সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ফরহাদ গুরুতর আহত হয়। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসাতালে ভর্তি করা হয়। হাসাতালটিতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিল ফরহাদ। বাবা মো. মোস্তফা এসব নিশ্চিত করেছেন।