সাভার (ঢাকা) প্রতিনিধি
চলছে বিজয়ের মাস ডিসেম্বর। সারা মাসজুড়েই দেশের বিভিন্ন স্থানে এবং বিভিন্ন পর্যায়ে বিজয় দিবসকে কেন্দ্র করে সভা বা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হচ্ছে। কিন্তু ঢাকার সাভার উপজেলায় বিজয়ের মাসে এমন আয়োজনকে ঢাল বানিয়ে তার আড়ালে চলছে ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচার।
গত শনিবার উপজেলার পাড়াগ্রাম উচ্চবিদ্যালয়ের মাঠে আশুলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. রুহুল আমিন মণ্ডল দোয়া মাহফিলের আয়োজন করেন। মিলাদের তবারক হিসেবে সেখানে ৬০ পাতিল খিচুড়ি রান্না করা হয়। এক দিন আগে থেকেই এ বিশাল আয়োজনে সরব প্রস্তুতি ছিল চোখে পড়ার মতো। সেই আয়োজনে উপস্থিত ছিলেন একই ইউপির চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর।
আয়োজনের ব্যানারে লেখা ছিল ‘মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল’। এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন শাহাব উদ্দিন মাদবর। এ আয়োজনের সভাপতিত্ব করেন আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আতাউর রহমান মোল্লা।
দোয়া মাহফিলে উপস্থিত সব বক্তা নৌকায় ভোট চান। শাহাব উদ্দিন মাদবর নিজেও নৌকাকে বিজয়ী করে তুলতে সবার কাছে দোয়া ও ভোট চান। তিনি তাঁর বক্তব্যে এ আয়োজনের জন্য রুহুল আমিন মণ্ডলকে ধন্যবাদ জানান।
এ বিষয়ে জানতে শাহাব উদ্দিন মাদবরের মোবাইল ফোনে কল করা হলে তিনি তা রিসিভ করেননি।
আশুলিয়া ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা ফখর উদ্দিন শিকদার বলেন, ‘যদি তাই হয়ে থাকে তাহলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে। বিষয়টি নিয়ে যদি লিখিত অভিযোগ পাই, তাহলে আমরা অ্যাকশনে যাব।’