নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রতিবছর রমজান মাসে সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে ইফতার পার্টির আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন। তবে এবার সেই আয়োজন না করে অসহায় মানুষদের সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। জেলা প্রশাসনের ইফতার পার্টির জন্য বরাদ্দ টাকায় ২ হাজার ৫০০ দুস্থ, অসহায়, ছিন্নমূল মানুষকে ঈদ উপহারসামগ্রী দেওয়া হবে। গতকাল রোববার সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জেলা প্রশাসক।
জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, ‘করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর প্রতিদিনই বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ইফতার পার্টির আয়োজন করছে। আমি নিজেও অনেক ইফতার পার্টিতে অংশ নিয়েছি। দেখেছি ইফতার পার্টির পরিবেশিত খাবারের সিংহভাগ অপচয় হচ্ছে এবং আয়োজনের পেছনে প্রচুর অর্থব্যয় হচ্ছে। এ ধরনের জমকালো ইফতার পার্টি যথাসম্ভব পরিহার করে এই অর্থ অসহায় দরিদ্র ব্যক্তিদের মধ্যে বিতরণ করলে অনেকেই উপকৃত হবে।’
মমিনুর রহমান আরও বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে গত দুই বছর ইফতার পার্টির আয়োজন করা সম্ভব হয়নি। এ বছর আয়োজন করার কথা ছিল। কিন্তু আমরা চেয়েছি গরিব, ছিন্নমূল, দুস্থ, অসহায় মানুষকে নিয়ে ঈদ আনন্দ উপভোগ করতে। ইফতার পার্টির জন্য আমাদের ৫ থেকে ৬ লাখ টাকা বাজেট থাকে। সেই টাকার সঙ্গে আরও কিছু টাকা যোগ করে আমরা আড়াই হাজার মানুষকে চাল, ডাল, সেমাইসহ ১৭ কেজি ওজনের ঈদ উপহার তুলে দেব।’
আগামী শুক্রবার নগরীর এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন মাঠে এসব ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।