হোম > ছাপা সংস্করণ

অমর একুশে বইমেলা: শোকের আবহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ ২১ ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটি প্রত্যেক বাঙালির কাছে আবেগের, গর্বের। একুশের আগের দিনেই গতকাল মঙ্গলবার বিকেলে অমর একুশে বইমেলায় তার আভাস পাওয়া গেল। তরুণদের কেউ কেউ পরেছিলেন কালো পাঞ্জাবি, তরুণীরা কালো শাড়ি। কারও শাড়িতে আঁকা বর্ণমালা।

ভাষার মাসে ভাষা নিয়ে বই বেরোবে না, তা কি হয়! বিভিন্ন স্টল ঘুরে জানা গেছে, এবার ভাষা নিয়ে বেশ কিছু বই এসেছে মেলায়। ঐতিহ্য প্রকাশ করেছে মহান ভাষা আন্দোলনের ইতিহাস ও স্মৃতিকেন্দ্রিক পাঁচটি বই। এর মধ্যে ‘ভাষাশহীদ আবুল বরকত: নেপথ্যকথা’ বইটি লিখেছেন পশ্চিমবঙ্গের লেখক-গবেষক বদরুদ্দোজা হারুন। আছে প্রয়াত কবি বেলাল চৌধুরীর অমর একুশে-বিষয়ক স্মৃতি ও ভাবনার সংকলন ‘একুশের স্মৃতি ও ভাবনা’। ভাষা আন্দোলন ঘিরে বাংলার বরেণ্য কথাশিল্পীদের ২১টি গল্পের সংকলন ‘একুশের ২১ গল্প’ সম্পাদনা করেছেন কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। মুনীর চৌধুরীর ‘দুষ্প্রাপ্য রচনা’ এবং জহির রায়হানের ‘আত্মকথা ও অন্যান্য রচনা’ গ্রন্থ দুটি সংকলন ও সম্পাদনা করেছেন কাজী জাহিদুল হক।

বাতিঘর প্রকাশ করেছে ‘আমাদের ভাষার লড়াই’; লিখেছেন বদরুদ্দীন উমর। ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে শিশু-কিশোরদের কৌতূহল মেটাতে পারে বইটি। অ্যাডর্ন প্রকাশনী বের করেছে ভিন্নধর্মী বই ‘দ্রাবিড় আন্দোলনের জনক ও তামিল ভাষাসংগ্রামী পেরিয়ার ই ভি রামাস্বামী’; বইটি লিখেছেন জয়নাল হোসেন।  

গতকাল বইমেলায় দর্শনার্থীর ভিড় তেমন ছিল না। কোনো কোনো প্রকাশক বলেছেন, বিক্রি ভালো; কেউ বলেছেন, ভালো না। অ্যাডর্ন প্রকাশনীর বিক্রয়কর্মী মোহাম্মদ হারুন বলেন, ‘ভেবেছিলাম পরের দিকে বিক্রি ভালো হবে, কিন্তু খুব একটা ভালো বিক্রি হচ্ছে না।’ 

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন