হোম > ছাপা সংস্করণ

নৃত্য দিবসে নিপাকে সম্মাননা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

নৃত্যে বিশেষ অবদান রাখায় এবং বিশ্ব দরবারে নৃত্যের মাধ্যমে দেশকে তুলে ধরায় সম্মাননা পেলেন নৃত্যশিল্পী শামীম আরা নিপা। আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ও শিল্পকলা একাডেমি আয়োজিত বিশেষ অনুষ্ঠানে শিল্পীকে এই সম্মাননা দেওয়া হয়। 

গত ২৯ এপ্রিল ছিল বিশ্ব নৃত্য দিবস। এ দিন সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিবসটি বিশেষভাবে উদ্‌যাপিত হয়েছে। রাজধানী ঢাকার শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘরসহ বেশ কিছু স্থানে বিভিন্ন সংগঠন অনুষ্ঠানের আয়োজন করে। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা দেওয়ার পাশাপাশি আলোচনায় অংশ নেন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে নৃত্যশিল্পী শামীম আরা নিপার হাতে সম্মাননা তুলে দেন বীর মুক্তিযোদ্ধা, নির্মাতা ও গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতা নাসির উদ্দিন ইউসুফ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক এবং একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ।

শামীম আরা নিপা বলেন, ‘আমি ভীষণ আপ্লুত। কারণ, নিজের দেশের শিল্পীরা যখন সম্মাননা জানান তখন অন্য রকম এক ভালো লাগা কাজ করে। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ নৃত্যশিল্পী সংস্থার কাছে, বিশেষ করে মিনু আপার কাছে। নৃত্যশিল্পী সংস্থা অনেক ভালো কাজ করছে, তারা আরও বেশি মৌলিক কাজ করুক, এটাই প্রত্যাশা করি। সব নৃত্যযোদ্ধার প্রতি আমার শ্রদ্ধা। দর্শকের প্রতি ভালোবাসা।’
শামীম আরা নিপা গত শতকের আশির দশক থেকে এ দেশের লোক ও সৃজনশীল নৃত্যের বিকাশে কাজ করছেন।  নৃত্যে গৌরবজনক অবদান রাখায় ২০১৭ সালে একুশে পদক পেয়েছেন তিনি।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন