‘পাঠান’ সিনেমায় শাহরুখ খান ও সালমান খানকে এক ফ্রেমে এনে চমক দেখাতে চেয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস। তাদের উদ্দেশ্য ছিল, এ সিনেমা দিয়ে দুই তারকার ভক্তদের মধ্যে সাড়া ফেলতে। যশরাজ ফিল্মসের এ কৌশল কাজে লেগেছে। এ পর্যন্ত পাঠান প্রায় ১ হাজার ১০০ কোটি রুপি ব্যবসা করেছে। এমন অবিশ্বাস্য সাফল্যের পর প্রযোজনা প্রতিষ্ঠান মনোযোগী হয়েছে স্পাই ইউনিভার্সে। যশরাজ ফিল্মসের আরেকটি স্পাই সিরিজ ‘টাইগার’।
‘এক থা টাইগার’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’-এর পর এবার আসছে ‘টাইগার ৩’। ৩০০ কোটি রুপি বাজেটে নির্মিত সালমান খানের পরবর্তী এ সিনেমায় একঝলক দেখা দেবেন শাহরুখ। এতেও যাদের মন ভরছে না, তাদের জন্য বড় খবর, পাঠান ও টাইগারকে নিয়ে তৈরি হচ্ছে আলাদা একটি সিনেমা; যার নাম হবে ‘পাঠান ভার্সাস টাইগার’। তাতে পাঠানরূপী শাহরুখ ও টাইগাররূপী সালমান থাকবেন প্রধান চরিত্রে।
চিত্রনাট্য লেখা হচ্ছে, আগামী বছরের জানুয়ারি থেকে শুরু হবে এ সিনেমার শুটিং। দক্ষিণি পরিচালক অ্যাটলির ‘জওয়ান’ সিনেমার কাজ শেষ করে রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’র শুটিং শেষ করবেন শাহরুখ খান। অন্যদিকে সালমান খান ব্যস্ত থাকবেন ধর্ম প্রোডাকশনসের আগামী ঈদের সিনেমার কাজে। এসব কাজ শেষ হওয়ার পরই পাঠান ভার্সাস টাইগারের সেটে দেখা মিলবে শাহরুখ-সালমানের।
অনেকের মনে প্রশ্ন জেগেছে, সিনেমার নাম যেহেতু পাঠান ভার্সাস টাইগার, তাই এতে শাহরুখ-সালমান একে অন্যের বিরুদ্ধে লড়াই করবেন কি না! ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা গতকাল জানিয়েছে, সিনেমার গল্পে এ দুই স্পাই পরস্পরের শত্রু নয়, বরং বন্ধু। গল্পে থাকবে একজন শক্তিশালী ভিলেন। তার বিরুদ্ধেই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে পাঠান ও টাইগার।