টাঙ্গাইলে পৃথক অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এর মধ্যে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির পাচার হওয়া দশ বস্তা চালসহ একজন, দশ কেজি গাঁজাসহ দুজন এবং ৯৮ লিটার চোলাই মদসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে র্যাব-১২ (সিপিসি-৩) টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গত সোমবার রাতে থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত র্যাবের পৃথক এ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার বড়বেলতা গ্রামের মুকুল মণ্ডল (৪৯), শহরের কান্দাপাড়া এলাকার শংকর রবি দাস (৫০), সুশান্ত রবিদাস (২৭), ব্রাহ্মণবাড়িয়ার হরিপুর এলাকার মো. রুবেল (৩২) ও সাগরতলা এলাকার সুমন মিয়া (২২)।
আব্দুল্লাহ আল মামুন বলেন, সোমবার রাত সোয়া ১১টার দিকে পোড়াবাড়ী বাজারের একটি গুদাম ঘরে অভিযান চালিয়ে দশ বস্তা চালসহ মুকুল মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে ভোরের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাসে অভিযান চালিয়ে দশ কেজি গাঁজাসহ রুবেল ও সুমন এবং শহরের কান্দাপাড়া এলাকায় ৯৮ লিটার দেশীয় চোলাই মদসহ শংকর ও সুশান্তকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় পৃথক মামলা করা হয়।