চাঁদপুরের শাহরাস্তিতে পরিবহন শ্রমিকদের জন্য কোভিড-১৯ ভ্যাকসিন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। গতকাল রোববার উপজেলার শাহরাস্তি গেট দোয়াভাঙ্গা আলআমিন শপিং কমপ্লেক্সের সামনে এ কার্যক্রম পরিচালিত হয়। শতভাগ জনগোষ্ঠীকে করোনা টিকার আওতায় আনতে এ কার্যক্রম শুরু হয়েছে।
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বাস, ট্রাক, মাইক্রোবাস, পিকআপ, সিএনজিচালিত অটোরিকশা, রিকশাচালক, সহকারী ও তাঁদের পরিবারের লোকজনকে টিকা কার্যক্রমের আওতায় আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
গতকাল টিকাদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাসির উদ্দিন, শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান, পৌরসভার কাউন্সিলর তুষার চৌধুরী রাসেল, জেলা সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির সভাপতি মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাবীবুল ইসলাম সুমন প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, পরিবহন শ্রমিকদের টিকার আওতায় আনতে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সোম ও মঙ্গলবার উপজেলার সকল শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যদের টিকা দেওয়া হবে।
নাসির উদ্দিন আরও বলেন, উপজেলার শতভাগ জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে তাঁরা আরও বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন।