হোম > ছাপা সংস্করণ

আওয়ামী লীগের ১৫ নেতার নামে মামলা

লক্ষ্মীছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় নির্বাচনী নিয়ন্ত্রণ কক্ষে হামলার অভিযোগে আওয়ামী লীগের ১৫ নেতার নামে মামলা করা হয়েছে। নৌকা প্রতীকের প্রার্থী উষাজাই চৌধুরীসহ ১৫ জনের নামে লক্ষ্মীছড়ি থানায় মামলা করা হয়। গত শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের নৈশপ্রহরী মাহমুদুল হাসান সম্রাটের লিখিত অভিযোগের পর পুলিশ তা মামলা হিসেবে নেয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচন শেষে উপজেলা কমিউনিটি সেন্টারের অস্থায়ী নির্বাচনী কন্ট্রোল রুমে লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়। এ ঘটনায় দুই কর্মচারী আহত হন। এ ছাড়া একটি গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনার সময় উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও প্রিসাইডিং অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, অভিযোগ পাওয়ার পর মামলা হিসেবে তা নথিভুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে তৎপরতা চালানো হচ্ছে।

ঘটনার সম্পর্কে ওসি হুমায়ুন কবির বলেন, ‘সরকারদলীয় পরাজিত প্রার্থীর কর্মী-সমর্থকেরা উত্তেজিত হয়ে কন্ট্রোল রুমের সামনে বিক্ষোভ করে। এ সময় বিজিবি-পুলিশ ধাওয়া দিলে তাঁরা পালিয়ে যায়।’

উপজেলা কৃষি কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সোহরাব হোসেন ভূঁইয়া বলেন, ‘সে দিন ঘটনাটি আনুমানিক ৯টার দিকে হয়েছে। আমরা কেন্দ্র থেকে আসা ফল ঘোষণা করছি পর্যায়ক্রমে। এর মধ্যেই প্রধান ফটকে লাঠিসোঁটা দিয়ে আঘাত করার বিকট শব্দ এবং মিছিলের আওয়াজ। বিজিবি ও আনসার সদস্যরা এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরাজিত নৌকা প্রার্থীর কর্মী-সমর্থকরাই এ হামলা চালিয়েছে বলে তিনি জানান।’

লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন শেষে চূড়ান্ত ফল ঘোষণার সময় কন্ট্রোল রুমে হামলা করা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক ঘটনা। আইনের মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, এই মামলায় নৌকা সমর্থিত প্রার্থী উষাজাই চৌধুরীসহ অজ্ঞাত ১৩০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন