Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

প্রতিবন্ধী ফারহানের ছবি সম্মানী পাচ্ছে লাখ টাকা

বাগেরহাট প্রতিনিধি

প্রতিবন্ধী ফারহানের ছবি সম্মানী পাচ্ছে লাখ টাকা

বাগেরহাট বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী মো. ফারহান খানের (১৯) আঁকা ছবি বাংলা নববর্ষ ১৪২৯ এবং পবিত্র ঈদুল ফিতর-২০২২ এর শুভেচ্ছা কার্ডে ছাপা হয়। এই ছবির সম্মানী হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এক লাখ টাকা দেওয়া হবে ফারহানকে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর গাজী লিপি স্বাক্ষরিত এক চিঠিতে এই সম্মানীর কথা জানানো হয়েছে। বাক ও শ্রবণ প্রতিবন্ধী কিশোর ফারহানের এমন সফলতায় আনন্দের জোয়ারে ভাসছেন মামা-বাবা ও স্বজনরা। শিক্ষকদের দাবি উপযুক্ত প্রশিক্ষণ ও সঠিক গাইড লাইন পেলে বিশ্বমানের চিত্রকর হওয়ার সম্ভাবনা রয়েছে ফারহানের।

ফারহান খান বাগেরহাট শহরের কেবি বাজার এলাকার মো. মোশারেফ খান ও রেক্সোনার ছোট ছেলে। বাগেরহাট বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে পড়ে সে। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে তার দারুণ সখ্য রয়েছে। তবে বাক্ ও শ্রবণশক্তি না থাকার পাশাপাশি শারীরিকভাবেও কিছুটা দুর্বল সে। তাই সবসময় ছেলের সঙ্গে সঙ্গে থাকতে হয় মাকে।

বাগেরহাট বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সহকারী শিক্ষক দীপান্বিতা পাল বলেন, ‘ফারহান অনেক শান্তশিষ্ট একটি ছেলে। শেখার আগ্রহ অনেক। ওর পুরস্কার পাওয়ায় আমরা সবাই অনেক খুশি। ভালো কোনো চিত্রকরের মাধ্যমে ছবি আঁকা শেখানো গেলে ফারহান অনেক ভালো করতে পারবে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ