Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ওসমানীনগরে ২৭ জুলাই ভোট গ্রহণ

সিলেট প্রতিনিধি

ওসমানীনগরে ২৭ জুলাই ভোট গ্রহণ

ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৭ জুলাই ভোট গ্রহণ করা হবে।

গত সোমবার নির্বাচন কমিশনের আদেশে উপসচিব (নির্বাচন পরিচালনা-২) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ওসমানীনগর উপজেলা ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ জুন, যাচাই-বাছাই ৩০ জুন, প্রার্থিতা প্রত্যাহার ৭ জুলাই এবং ভোটগ্রহণ ২৭ জুলাই।

২৭ জুলাই সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে।

ওসমানীনগর উপজেলার আট ইউনিয়নের ৫৩টি কেন্দ্রে ৭৫ হাজার ৬৪০ জন পুরুষ এবং ৭৩ হাজার ২৫৭ জন নারীসহ ১ লাখ ৪৮ হাজার ৯০০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। ওসমানীনগর উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকবেন সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার।

রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মুরাদ উদ্দিন হওলাদার বলেন, ২৭ জুলাই জগন্নাথপুর উপজেলার সঙ্গে ওসমানীনগরেও ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন ওসমানীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু লায়েছ মো. দুলাল।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ