হোম > ছাপা সংস্করণ

মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা, ত্রিশমাইল ও বিনেরপোতায় অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে বুলডোজার দিয়ে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।

অভিযানে নেতৃত্ব দেন সওজ, খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায়। এ সময় সওজ, সাতক্ষীরার উপবিভাগীয় প্রকৌশলী মুহাম্মদ জিয়াউদ্দীন সঙ্গে ছিলেন।

অনিন্দিতা রায় বলেন, পাটকেলঘাটা থেকে কালিগঞ্জ পর্যন্ত সড়কের দুধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। আরও দুই দিন এ উচ্ছেদ অভিযান চলবে। অভিযান শেষে রাস্তার দুধারে সীমানা পিলার বসানো হবে। যাতে সওজের জায়গা কেউ অবৈধভাবে দখল করতে না পারে।

মুহাম্মদ জিয়াউদ্দীন বলেন, সড়ক ও জনপদ বিভাগের জায়গায় অবৈধ স্থাপনা তৈরি করে কেউ দোকান বানিয়েছে। আবার কেউবা বাড়ি বানিয়েছে। মাঝে মধ্যে বিচ্ছিন্নভাবে উচ্ছেদ অভিযান হয়। কিন্তু উচ্ছেদের পর আবারও তারা একই জায়গায় স্থাপনা নির্মাণ করে। এবার উচ্ছেদ করে সীমানা পিলার বসানো হবে। যাতে কেউ উচ্ছেদ করা জায়গায় আবার স্থাপনা নির্মাণ করতে না পারে।

মুহাম্মদ জিয়াউদ্দীন আরও জানান, ভোমরা-খুলনা একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক। পদ্মা সেতু চালু হওয়ার পর এ মহাসড়কের গুরুত্ব আরও বেড়ে গেছে। আগামীতে এ মহাসড়ক চার লেনে উন্নীত করার একটি মহাপরিকল্পনা রয়েছে। তাই প্রস্তুতি হিসেবে মহাসড়কের দুধারে বসানো দোকান-পাট, অফিসঘর ও বাড়ি-ঘর উচ্ছেদ করা হচ্ছে। 

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন