যশোরে সাত দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে যশোরের ঐতিহাসিক টাউন হল ময়দানে এ মেলার উদ্বোধন করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।
আনোয়ার হোসেন বলেন, ‘কাউকে প্রকৃত মানুষ হতে হলে শিল্প-সাহিত্য চর্চা অব্যাহত রাখতে হবে। আমাদের সমাজে শুধু ডাক্তার-বিজ্ঞানী তৈরি হলে হবে না। এসব ডিগ্রিধারী মানুষ একসময় অমানুষ হয়ে যান; যদি না তাঁদের মধ্যে মানবিক মূল্যবোধ তৈরি হয়। তাই মানবিক মূল্যবোধের মানুষ বেশি বেশি গড়ে তুলতে হবে। একজন শিক্ষক হিসেবে আজ আমার ভালো লাগছে, যশোরের মতো জায়গায় আমার হাতে বইমেলা উদ্বোধন হচ্ছে। আমরা চাই নতুন প্রজন্ম ও শিক্ষার্থীরা লাইব্রেরিতে যাক।’
উপাচার্য বলেন, ‘বর্তমান প্রজন্ম কেন জানি বইবিমুখ হয়ে যাচ্ছে। এই অবস্থান থেকে আমাদের নতুন প্রজন্মকে ফিরিয়ে আনতে হবে। এই যে নতুন প্রজন্ম বইবিমুখ হয়ে স্ক্রিনমুখী হচ্ছে; এটা কিন্তু মাদকাসক্তের মতো ভয়াবহ। এখান থেকে আমাদের সন্তানদের ফিরিয়ে আনতে হবে। এসবের জন্য বিভিন্ন উন্নয়ন মেলা, বইমেলা কার্যকরী ব্যবস্থা।
এসব মেলায় আমাদের সন্তানদের হাত ধরে আনতে হবে। সাহিত্যচর্চার বিভিন্ন বই কিনে দিতে হবে। অ্যাকাডেমির বাইরেও জ্ঞান চর্চায় আগ্রহ সৃষ্টি করাতে হবে।’
জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোখলেচুর রহমান আকন্দ, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার, মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর যশোরের বিএলএফের উপপ্রধান বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা শিক্ষা কর্মকর্তা এ কে এম গোলাম আজম। আলোচনা শেষে যশোরের বিভিন্ন সংগঠনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
আয়োজকেরা জানিয়েছেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় সারা দেশে ৯টি জেলায় পর্যায়ক্রমে এই বই মেলা চলবে।