বিনোদন প্রতিবেদক, ঢাকা
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূরকে নিয়ে বায়োপিক নির্মাণের ঘোষণা দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। নির্মাতা জানিয়েছেন, ইতিমধ্যে শাবনূরের সঙ্গে বায়োপিক নিয়ে কথাও বলেছেন তিনি। মানিক বলেন, ‘অনেক দিনের ইচ্ছা তাঁর বায়োপিক নির্মাণ করার। এটা একদিকে যেমন তাঁকে সম্মান জানানো হবে, অন্যদিকে বর্তমান প্রজন্ম তাঁর সম্পর্কে অনেক তথ্য জানতে পারবে।’
সিনেমায় শাবনূরের পুরো জীবনকাহিনি উঠে আসবে জানিয়ে নির্মাতা মানিক বলেন, ‘সিনেমায় তাঁর (শাবনূর) পুরো জীবনবৃত্তান্ত তুলে ধরা হবে। এর আগে ‘শাবনূর আপা জিন্দাবাদ’ নামের একটি সিনেমা করার কথা ছিল। সেখানেও তাঁর জীবনকাহিনি তুলে ধরার পরিকল্পনা ছিল। কিন্তু সেই সিনেমাটি আর করা হয়নি। এবার যেহেতু বায়োপিক করার পরিকল্পনা করেছি, তাই চিত্রনাট্যটাই হচ্ছে শাবনূরকে ঘিরে।’ এ বিষয়ে শাবনূরের সঙ্গে পাকা কথা হয়েছে বলে জানিয়েছেন মানিক। এখন চিত্রনাট্যের কাজ চলছে। ফেব্রুয়ারিতে দেশে ফেরার কথা রয়েছে শাবনূরের। তখন পুরো প্রজেক্ট নিয়ে বিশদ আলোচনা হবে। মানিক বলেন, ‘শাবনূর চিত্রনাট্য পছন্দ করলেই কাজ শুরু হবে, আর কারেকশন চাইলে সেটা করার পরই শুটিং শুরু করব।’
১৯৯৩ সালে পরিচালক এহতেশামের হাত ধরে ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় শাবনূরের। সালমান শাহর বিপরীতে জুটি বেঁধে ‘তুমি আমার’ সিনেমা দিয়ে দর্শকপ্রিয়তা পান তিনি। ‘দুই নয়নের আলো’ সিনেমার জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বর্তমানে ছেলে আইজান নিহানকে নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন শাবনূর।