খাগড়াছড়িতে দুটি হিমালয়ান শকুন উদ্ধার করেছে বন বিভাগ। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গত বৃহস্পতিবার বিকেলে শকুন দুটি উদ্ধার করা হয়। খাবারের খোঁজে হিমালয়ের পাদদেশ থেকে এ দেশে এসেছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোজাম্মেল হোসেন। বর্তমানে জেলা বন বিভাগ শকুনগুলো দেখাশোনা করছে।
বন সংরক্ষক মোজাম্মেল হোসেন জানান, ‘পরিযায়ী পাখি হিসেবে দীর্ঘ পথ ভ্রমণের কারণে শকুনগুলো ক্লান্ত হয়ে পড়েছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শকুনগুলোকে উদ্ধার করা হয়েছে। একটি শকুন জেলা সদরের দশবল বৌদ্ধবিহার থেকে উদ্ধার করা হয়েছে। পরে দীঘিনালার ৪ মাইল এলাকা থেকে আরেকটি শকুন উদ্ধার করা হয়। শকুনের খাদ্যাভ্যাস অনুযায়ী খাবার দেওয়া হয়েছে। স্যালাইন পানি খেতে দেওয়া হয়েছে। সুস্থ হওয়ার পর শকুনগুলোকে চট্টগ্রামের বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হবে।’
প্রতিবছরই শীতকাল এ দেশের বিভিন্ন প্রান্তে হিমালয়ান শকুন দেখা যায়। এরা শীত শেষে আবার ফিরে যায় বলে জানান মোজাম্মেল হোসেন।
খাগড়াছড়ির বন্য প্রাণীবিষয়ক আলোকচিত্রী সবুজ চাকমা বলেন, ‘এর আগে খাগড়াছড়িতে হিমালয়ান শকুন উদ্ধার হয়নি। এটি মূলত পরিযায়ী হিসেবে এখানে এসেছে। শকুনমাত্রই বিপন্ন। তবে হিমালয়ী এই শকুন খাবারের খোঁজে এ দেশে এসেছে।’