পাইকগাছায় একের পর এক পোল্ডারবাসী সমবেত হয়ে লবণ পানির বিপক্ষে অবস্থান নিয়েছেন। লবণ পানির কুফল তুলে ধরে সভা সমাবেশ করে যাচ্ছেন তারা। গতকাল শনিবার বিকেলে লবণ পানির বিপক্ষে অবস্থান নিয়ে দেলুটির ২০ নম্বর পোল্ডারের দেলুটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে গত ২৫ ডিসেম্বর জিরবুনিয়ায় এ ধরনের সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল।
জিরবুনিয়া সমিতি ও সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ভোল্টন মণ্ডলের সভাপতিত্বে গতকালেরে সমাবেশে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবল মন্টু। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, দেলুটি ইউনিয়ন চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, প্রভাষক ময়নুল ইসলাম, অ্যাডভোকেট পীযূষ কান্তি সরকার, যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম।
বক্তব্য রাখেন দেলুটি পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুকৃতি মোহন সরকার, ইউপি সদস্য সুকুমার কবিরাজ, মঙ্গল গাইন, রবীন্দ্র নাথ মন্ডল, চম্পক বিশ্বাস, বদিয়ার রহমান, পলাশ কান্তি রায় প্রমুখ।