হোম > ছাপা সংস্করণ

শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

আজকের পত্রিকা ডেস্ক

বিনম্র শ্রদ্ধায় চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল মঙ্গলবার শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে এ দুই জেলায় আলোচনা সভা, দোয়া অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর।

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সকালে শহরের কাউতলীস্থ স্মৃতিসৌধ ‘হিরণ্ময়’ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান স্থানীয় সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক হায়াত-উদ-লা খান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

এ সময় সাংসদ উবায়দুল মোকতাদির বলেন, পাকিস্তানি বাহিনী পরাজয় নিশ্চিত জেনে বুদ্ধিজীবীদের নির্বিচারে হত্যা করেছিল। যা ইতিহাসের একটি ঘৃণ্যতম অধ্যায়।

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): সরাইলে শহীদ বুদ্ধিজীবী সৈয়দ আকবর হোসেন বকুল মিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সরাইল প্রেসক্লাবের সাংবাদিকেরা। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ বুদ্ধিজীবীসহ স্বাধীনতার সকল বীর সেনানীদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন সরাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি বদর উদ্দিন।

একই সঙ্গে উপজেলার আবদুস সাত্তার ডিগ্রি কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। কলেজ অডিটোরিয়ামে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): আখাউড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আখাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাছরিন শফিক আলেয়া।

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া): নাসিরনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে এই সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ।

এ ছাড়াও অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদি হাসান খান শাওনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফয়েজ চিশতী, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার, বীর মুক্তিযোদ্ধা সোহরাব মোল্লা ও স্থানীয় নেতারা।

শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন মহান মুক্তিযুদ্ধের ১ নম্বর সেক্টর কমান্ডার ও চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সাংসদ মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম।

অনুষ্ঠানের রফিকুল ইসলাম বলেন, জাতিকে মেধাশূন্য করার উদ্দেশ্যই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। আজকের এই দিনে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।

মতলব দক্ষিণ (চাঁদপুর): চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও ফাহমিদা হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কবির আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদসহ অনেকে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন