রাজশাহী প্রতিনিধি
এবার রাজশাহী নগরীর আলিফ লাম মীম ভাটার মোড় থেকে ছোটবনগ্রাম, মেহেরচণ্ডি, বুধপাড়া, মোহনপুর রেলক্রসিং হয়ে চৌদ্দপায়া পর্যন্ত নির্মিত নতুন চারলেন সড়কে বসছে দৃষ্টিনন্দন সড়কবাতি। রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নতুন সড়কটির ৬ দশমিক ৭৯৩ কিলোমিটার চারলেন সড়কে বসছে ২৮৫টি খুঁটি।
এর আগে নগরীর নতুন বিলশিমলা থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত ৪ দশমিক ২ কিলোমিটার সড়কে দৃষ্টিনন্দন ১৭৪টি খুঁটিতে ৩৪৮টি বাতি স্থাপন করা হয়। তারপর ঝড়ে বেশির ভাগ খুঁটি ক্ষতিগ্রস্ত হয়। তাই সেগুলো তুলে সম্প্রতি নতুন করে আবার বসানো হয়েছে। খুঁটিগুলোর ওপরের অংশটি প্রজাপতির মতো ডানা মেলে থাকে। তাই এগুলো ‘প্রজাপতি’ সড়কবাতি নামে পরিচিতি পায়।
এবার নতুন সড়কটিতে ২৪০টি খুঁটিতে দুটি করে মোট ৪৮০টি বাতি এবং ৪০টি খুঁটিতে একটি করে ৪০টি সড়কবাতি বসানো হচ্ছে। এ ছাড়া নগর ভবন থেকে সরকারি মহিলা কলেজের সামনে হয়ে মালোপাড়া, সোনাদিঘি মোড় হয়ে রানীবাজার বাটার মোড় পর্যন্ত ৯৬টি দৃষ্টিনন্দন খুঁটিতে ৯৬টি সড়কবাতি বসানো কাজ সম্পন্ন হয়েছে। দড়িখড়বোনা-উপশহর রাস্তার পাশেও একটি করে খুঁটিতে একটি করে বাতি লাগানো হয়েছে। এগুলো এখন আলো ছড়ানোর অপেক্ষায়।
রাসিকের সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান সুইট আজকের পত্রিকাকে জানান, প্রথম ধাপে ২ দশমিক ৫ কিলোমিটার সড়কে ৮৭টি খুঁটিতে ১৭৪টি আধুনিক দৃষ্টিনন্দন এলইডি বাতি লাগানো হচ্ছে। দ্বিতীয় ধাপে বাকি অংশে সড়কবাতি লাগানো হবে। অত্যাধুনিক বিদ্যুৎসাশ্রয়ী সড়কবাতিগুলো অটোলজিক কন্ট্রোলারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে অন-অফ হয় বলেও জানান তিনি।