ভূঞাপুরে স্বাস্থ্যবিধি অমান্য ও পলিথিন ব্যাগ ব্যবহার করায় তিন ব্যবসায়ীসহ ৯ জনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ইশরাত জাহান এ অভিযান পরিচালনা করেন।
এ সময় উপজেলা বাসস্ট্যান্ড ও বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চাল ব্যবসায়ী কামরুল ইসলামকে ১০ হাজার, বেলাল হোসেনকে ১০ হাজার এবং খোদা বক্সকে ৫ হাজার টাকা এবং অন্য ছয়জনকে স্বাস্থ্যবিধি অমান্য করায় ২ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, দেশে করোনায় আক্রান্তের পর বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি মানতে নির্দেশনা দিয়েছে সরকার। ফলে উপজেলার হাট-বাজারে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ছয়জনকে ২ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া চাল বিক্রিতে পাট দিয়ে তৈরি বস্তা ব্যবহার না করে পলিথিনের বস্তা ব্যবহার করায় তিন ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ইশরাত জাহান আজকের পত্রিকাকে বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত বিধিনিষেধ মানতে কঠোর অবস্থানে প্রশাসন। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।