Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

চৌগাছায় বেড়েছে কলাইয়ের আবাদ

আজিজুর রহমান, চৌগাছা

চৌগাছায় বেড়েছে  কলাইয়ের আবাদ

যশোরের চৌগাছায় চলতি মৌসুমে ৪০৫ হেক্টর জমিতে কলাই চাষ করা হয়েছে। গত বছরের তুলনায় এবার ৫৫ হেক্টর জমিতে কলাইয়ের আবাদ বেড়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে কলাইয়ের বাম্পার ফলন হবে বলে আশা করছেন চাষিরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১১ ইউনিয়নের কমবেশি প্রায় সব মাঠেই কলাই চাষ হয়েছে। চলতি মৌসুমে পুরো উপজেলাতে ৪০৫ হেক্টর জমিতে চাষ করা হয়েছে কলাই। যা গত বছর ছিল সাড়ে তিন শত হেক্টর। চলতি মৌসুমে ২০৫ হেক্টরে মুগকলাই এবং ২০০ হেক্টর জমিতে চাষ হয়েছে মাষকলাই।

মাষকলাই দিয়ে শীতের অন্যতম খাবার কুমড়া বড়ি তৈরি হওয়ায় দিনে দিনে এই কলাই চাষের আগ্রহ বাড়ছে চাষিদের মধ্যে। তাঁরা মনে করছেন, আবহাওয়া ভালো থাকলে এবার কলাইয়ের বাম্পার ফলন হবে।

উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের কদমতলা, মাশিলা, মাধবপুর, খড়িঞ্চা, আন্দারকোটা, টেংগুরপুর নারায়ণপুর ইউনিয়নের হাজরাখানা, নারায়ণপুর, বাদেখানপুর, গুয়াতলি, বড়খানপুর, পাতিবিলা ইউনিয়নের মুক্তদহা, পাতিবিলা, তেঘরি, জগদীপুর ইউনিয়নের জগদীশপুর, মির্জাপুর, কান্দি, বিশ্বনাথপুরসহ মাঠে ব্যাপকভাবে কলাই চাষ হয়েছে।

কদমতলা গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম বলেন, ‘এটি লাভজন ফসল। মৌসুমি এই ফসলে অন্য ফসলের মতো পরিশ্রম বা সার সেচ ও কীটনাশক ব্যবহার করতে হয় না।’

একই মাঠের কৃষক রহমত আলী, আয়ুব হোসেন, মনিরুল ইসলাম, হায়দার আলী, আমির হোসেন, সোনা মণ্ডলসহ অনেকেই মুগ ও মাস কলাই চাষ করেছেন। তাঁরা জানান, আর ২০–২৫ দিনের মধ্যেই কলাই ঘরে তোলা যাবে।

উপজেলা কৃষি অফিসের তথ্য প্রদানকারী কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) রাশেদুল ইসলাম বলেন, ‘চলতি মৌসুমে আবহাওয়া ভালো থাকায় কলাইয়ের বাম্পার ফলন আশা করা হচ্ছে।’

তিনি বলেন, মাষকলাই দিয়ে শীতের কুমড়াবড়ি তৈরি হওয়ায় এখন এ কলাই ডালের চাহিদা বেড়েছ। এ জন্য চাষিরা কলাই চাষে ঝুঁকছেন।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ