বিনোদন প্রতিবেদক, ঢাকা
কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের ৮১তম জন্মদিন ২৩ জানুয়ারি। এই উপলক্ষে তিন দিনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে চ্যানেল আই। আজ থেকে তিন দিন অনুষ্ঠানগুলো দেখা যাবে চ্যানেল আইয়ের পর্দায়। এর মধ্যে রয়েছে রাজ্জাক অভিনীত চলচ্চিত্র, বিশিষ্টজনদের স্মৃতিচারণা, বিশেষ তারকাকথন এবং রাজ্জাক অভিনীত সিনেমার গান।
আজ বেলা ৩টা ৫ মিনিটে প্রচার হবে তাঁর অভিনীত চলচ্চিত্র ‘বড় ভালো লোক ছিল’, দুপুরে ‘এবং সিনেমার গান’ অনুষ্ঠানে রাজ্জাক অভিনীত চলচ্চিত্রের গান দেখানো হবে। সকালে ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানে থাকবে রাজ্জাক স্মরণে বিশেষ পরিবেশনা।
আগামীকাল ২৩ জানুয়ারি রাজ্জাকের জন্মদিনে প্রচার হবে চলচ্চিত্র ‘অভিযান’। দুপুর ১২টা ৫ মিনিটে আবদুর রহমানের পরিচালনা ও উপস্থাপনায় থাকবে রাজ্জাককে নিয়ে ববিতার স্মৃতিকথা ‘অন্তরঙ্গ ববিতা’। ১২টা ৩০ মিনিটে ‘তারকাকথন’ অনুষ্ঠানে রাজ্জাককে নিয়ে স্মৃতিচারণা করবেন সৈয়দ হাসান ইমাম ও রাজ্জাকের ছেলে সম্রাট।
এর আগে সকাল ৭টা ৩০ মিনিটে ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানে অংশ নেবেন সংগীতশিল্পী মো. খুরশীদ আলম। এ ছাড়া ২৪ জানুয়ারি বেলা ৩টা ৫ মিনিটে প্রচার হবে নায়করাজ পরিচালিত চলচ্চিত্র ‘আয়না কাহিনী’। এ ছাড়া এফডিসিতে থাকবে বিশেষ অনুষ্ঠান।