হোম > ছাপা সংস্করণ

ঈদের আগেই উপহার পেয়ে খুশি এতিম শিশুরা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

ঈদের আগেই উপহার পেয়ে খুশি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের ৩০০ এতিম শিশু। গতকাল মঙ্গলবার দুপুরে পুনর্বাসন কেন্দ্রের অর্থায়নে এতিম শিশুদের ঈদ বস্ত্র ও কসমেটিকস উপহার দেওয়া হয়।

উপহারসামগ্রীর মধ্যে রয়েছে থ্রি পিস, জুতা, সাবান, তেল, শ্যাম্পু, পেস্ট, পাউডার, মেহেদীসহ বিভিন্ন প্রসাধনী।

খুলনা-২ আসনের সাংসদ শেখ সালাহ উদ্দিন জুয়েল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ঈদ উপহার বিতরণ করেন।

শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের উমেচিং, সীমিউ, সুবর্ণা, মাকসুদা, রোজিনাসহ কয়েকজন শিশু বলে, এবার ঈদের এত আগেই উপহার পেয়ে তারা খুবই খুশি। এ উপহার তাদের ঈদের আনন্দ আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

উপহার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে শেখ রাসেল শিশু দুস্থ প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের ব্যবস্থাপক ও সমাজসেবা কর্মকর্তা মানব রঞ্জন বাঁছাড়, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইলিয়াস হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

পুনর্বাসন কেন্দ্রের ব্যবস্থাপক ও সমাজ সেবা কর্মকর্তা মানব রঞ্জন বাঁছাড় বলেন, প্রতিবছর এতিম শিশুদের ঈদ বস্ত্র উপহার দেওয়া হয়। এ বছর ঈদ বস্ত্রের পাশাপাশি তাদের কসমেটিকসও উপহার দেওয়া হয়েছে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন