চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গাড়ির চাকায় লুকিয়ে রাখা ৪৬টি সোনার বার উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ৫ কেজি ৩৩৬ গ্রাম ওজনের ওই সোনা উদ্ধার করা হয়।
জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে কাস্টমস শুল্ক গোয়েন্দারা এসব স্বর্ণ উদ্ধার করেন। উদ্ধার সোনার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৫ লাখ ৪৪ হাজার টাকা।
এ বিষয়ে জানতে চাইলে কাস্টমস শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা তৈয়বুর রহমান আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিসিং এরিয়ায় থাকা একটি পরিত্যক্ত গাড়িতে তল্লাশি চালান তাঁরা। ওই গাড়ির চাকা থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। কারা সোনার বারগুলো সেখানে রেখেছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি।