ধোবাউড়া উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ জুয়েল আরেং।
অনুষ্ঠানে ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফিকুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডেভিড রানা চিসিম, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল ফজল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা খাতুন, ধোবাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা জান্নাত, ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ, ধোবাউড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসান শাহিন, কৃষি কর্মকর্তা সরোয়ার আলম তুষার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ উজ্জ্বল, ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, আনোয়ার হোসেন খান, নজরুল ইসলাম মুকুল, মঞ্জুরুল হক মঞ্জু, জাকিরুল ইসলাম টুটন, হারুন অর-রশীদ, মেজবাহ উদ্দিন সরকার মামুন প্রমুখ।