হোম > ছাপা সংস্করণ

নায়িকা দিয়েছেন চকলেট নায়কের উপহার ইলিশ

বিনোদন প্রতিবেদক, ঢাকা

২০১৮ সালে নিরাপদ সড়কের দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীরা নেমে এসেছিল রাজপথে। তখনই নির্মাতা শামীম আহমেদ রনীর মাথায় এল, এই আন্দোলনকে কেন্দ্র করে সিনেমা বানাবেন। কাহিনিকার দেলোয়ার হোসেন দিলকে জানালেন গল্পের প্লট। নাম ঠিক হলো ‘বিক্ষোভ’। গল্প তৈরি হলে শুরু হয় টিনএজ বয়সের নায়ক খোঁজা। শাপলা মিডিয়ার ঘরের ছেলে শান্ত খান তখন একটি মাত্র সিনেমা ‘প্রেম চোর’ করেছেন।

প্রায় মাসখানেক শান্তকে চরিত্র অনুযায়ী গ্রুমিং করালেন নির্মাতা। প্রযোজকের ইচ্ছা শান্তর সঙ্গে কলকাতার কোনো নায়িকাকে নেবেন। কলকাতা গিয়ে শ্রাবন্তীকে গল্প শোনালেন পরিচালক। গল্প শুনে অভিনয়ে সম্মতি জানালেন শ্রাবন্তী। সিনেমায় শ্রাবন্তী একটি কলেজের প্রভাষক। সেই কলেজের ছাত্র শান্ত। শ্রাবন্তী যেদিন কলেজে প্রথম আসেন, সেদিনই তাঁকে দেখে ভালো লাগে শান্তর। কিন্তু মনের কথা জানানোর আগেই সড়ক দুর্ঘটনায় সহপাঠীকে হারান শান্ত। গল্প মোড় নেয় অন্যদিকে। শ্রাবন্তীই প্রথম রাজপথে নেমে আসেন শান্তর সঙ্গে। ছাত্রদের প্রতি শ্রাবন্তীর দায়িত্ববোধ ও আন্তরিকতা শান্তকে আরও মুগ্ধ করে। নতুন এক যাত্রা শুরু হয়। শ্রাবন্তী বলেন, ‘শান্ত খুব লাজুক ছেলে। শুটিংয়ের এক–দুই দিন যেতেই বুঝলাম ওকে সহজ না করলে সমস্যায় পড়ব। তখন কাছে ডেকে গল্প করতাম। ধীরে ধীরে সে কিছুটা সহজ হয়। একদিন তো খুব বকা দিয়েছিলাম! বকা খাওয়ার পর দেখলাম আরও বেটার করছে।’

শান্তর সঙ্গে এখনো শ্রাবন্তীর নিয়মিত যোগাযোগ হয়। শান্ত বলেন, ‘শ্রাবন্তী দিদি কলকাতার প্রথম সারির নায়িকা। আমি তো ভয়ে ছিলাম। ভেবেছিলাম আমার সঙ্গে হয়তো ঠিকমতো কথাই বলবেন না। কিন্তু তিনি এত সহজভাবে আমার সঙ্গে মিশেছেন, মনে হয়েছে অনেক দিনের পরিচিত। দ্বিতীয় লটের শুটিংয়ে ঢাকায় আসার সময় আমার জন্য চকলেট, টি-শার্টসহ অনেক গিফট এনেছিলেন! দিদি যাওয়ার সময় আমি দিয়েছিলাম পদ্মার বড় বড় ৩০টি ইলিশ।’

শ্রাবন্তী এখন আছেন লন্ডনে। সেখান থেকে বলেন,‘অনেক দিন পর বাংলাদেশে আমার সিনেমা রিলিজ হচ্ছে। এ জন্য আমি খুবই এক্সাইটেড। ইচ্ছে ছিল সিনেমাটি রিলিজের সময় বাংলাদেশে থাকব। কিন্তু লন্ডনে শুটিং পড়ে যাওয়ায় বাংলাদেশে আসা হলো না। সবাইকে অনুরোধ করছি হলে গিয়ে সিনেমাটি দেখবেন।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন