মধুপুর প্রতিনিধি
মধুপুরে খাদ্য ও হ্যাচারি বিধিমালা এবং মাছের খাবার উৎপাদন সম্পর্কে মৎস্য চাষিদের অবহিত করার জন্য দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ও প্রধান প্রশিক্ষক ছিলেন টাঙ্গাইল জেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক। এ ছাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন।
সিনিয়র মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, মৎস্য চাষিদের মৎস্য খাদ্য উৎপাদন পদ্ধতি, মৎস্য খাদ্য ও হ্যাচারি বিধিমালা এবং লাইসেন্স সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। যাতে মৎস্য চাষিদের পরনির্ভরশীলতা কমে আসে এবং স্বাবলম্বী হতে পারে। এ ছাড়া মাছের খাবারের গুণগত মান রক্ষায় কী কী করণীয় সে ব্যাপারেও বিস্তারিত ধারণা দেওয়া হয়।