Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

আগৈলঝাড়ায় পানিতে ডুবে নারীর মৃত্যু

আগৈলঝাড়া প্রতিনিধি

আগৈলঝাড়ায় পানিতে ডুবে নারীর মৃত্যু

আগৈলঝাড়ায় পুকুরের পানিতে ডুবে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত হোসনেয়ারা বেগম (৬০) রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরে রাংতা গ্রামের হোসনেয়ারা বেগম বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যান।

তাঁর ছেলে শাহাদাত বেপারী বলেন, ‘গতকাল শুক্রবার দুপুরে আমার মা হোসনেয়ারা বেগম ওই পুকুরে গোসল করতে গিয়ে পুকুরের গভীর খাদে পড়ে যান। পরে আমরা মাকে খোঁজাখুঁজি করতে গেলে দেখি পুকুরের পানিতে ভেসে উঠেছেন।’ তিনি অভিযোগ করেন, ‘গত এক সপ্তাহ যাবৎ শহিদ ফকিরসহ একাধিক প্রভাবশালী এই পুকুরটি অবৈধভাবে ড্রেজার বসিয়ে গভীর করে বালু উত্তোলন করছে। লোকজন বাঁধা দেওয়ার পরও বালু তোলা বন্ধ হয়নি।

শহিদ ফকির জানান, পুকুর থেকে বালু উত্তোলন করে একটি মসজিদ ও মাদ্রাসা ভরাট করা হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিলা আক্তার জানান, পানিতে ডুবে যাওয়া এক নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ