Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ইভিএমের ভোটে দুশ্চিন্তা ভোটারের

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ইভিএমের ভোটে   দুশ্চিন্তা ভোটারের

কুড়িগ্রামের চিলমারীতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দেওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অনেক প্রার্থী ও ভোটারেরা। ভোট সঠিকভাবে গ্রহণ করা হবে কি না, এ নিয়েও মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন কেউ কেউ। এদিকে ইভিএমে ভোট দেওয়ার বিষয়ে সচেতনতা বাড়াতে কাজ করছে নির্বাচন কমিশন।

ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৩১ জানুয়ারি চিলমারী উপজেলার থানাহাট, রাণীগঞ্জ, রমনা, অষ্টমিরচর ও চিলমারী সদরে ইভিএমে ভোট হবে। ইভিএমে কীভাবে ভোট দিতে হয়, তা জানেন না এই পাঁচ ইউপির ভোটারেরা। ইভিএমে ভোট দেওয়ার পদ্ধতি না জানায় ভোটার ও প্রার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সঠিকভাবে ভোট দিতে পারবেন কি না, এ নিয়েও সংশয় রয়েছে তাঁদের মাঝে।

চিলমারী উপজেলার পাঁচ ইউপিতে ৯০ হাজার ২২৩ ভোটার ৫১টি কেন্দ্রে ৩২৫টি বুথে প্রথমবারের মতো ইভিএমে ভোট দেবেন। উপজেলায় চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ৩২ জন, সাধারণ সদস্য ১৮২ জন, সংরক্ষিত সদস্য পদে ৭০ জন।

রমনা মডেল ইউনিয়নের ভোটার রবিউল ইসলাম বলেন, ‘হামাগো চর এলাকা বাড়ি। নেহাপড়া শিখি নাইক্যা। শুনি এইবারকা ভোট মেশিনত দেহা নাগবো। ক্যামডে ভোটটা দেই হেডা বুঝিবার পাই না।’

চিলমারী ইউনিয়নের করাইবরিশাল এলাকার ভোটার রফিকুল ইসলাম বলেন, ‘কিসের জানি ইভিএম বারাইছে ওডার ভাষায় জানি না। এহন শুনি ভোট দেই একখানে যায় বলে আরেকখানে। মাইনষের মুখত শুনি।’

রমনা মডেল ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জোবায়দুল ইসলাম সুইট বলেন, ‘ইভিএম নিয়ে ভোটারদের মাঝে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। বিভিন্ন প্রার্থী ও তাঁর কর্মী-সমর্থকেরা গুঞ্জন সৃষ্টি করছে যে, ভোট দেবে একখানে যাবে অন্যখানে। ভোটারদের এমন অনেক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। তাই প্রশাসনকে এই বিষয়ে সজাগ থাকতে হবে।’

থানাহাট ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হালিমুজ্জামান বাবলু বলেন, ‘ভোট দিবার না পেয়ে জনগণের মাথা খারাপ। এবার ইভিএমে ভোট দিতে যাবে মানুষ। যদি ইভিএম সমস্যা করে তাহলে ওটাইয়ে পাবলিক মেশিন-টেশিন ভাঙ্গি ফেলাইবে।’

থানাহাট ইউপির আওয়ামী লীগের প্রার্থী আবদুর রাজ্জাক মিলন বলেন, ইভিএম নিয়ে সংশয় দূর করতে প্রস্তুতিমূলক ভোট এবং বিভিন্ন স্থানে প্রজেক্টরের মাধ্যমে প্রচার চালাতে হবে।

এ বিষয়ে উলিপুর নির্বাচন কর্মকর্তা আহসান হাবিব বলেন, ‘এভিএমে কোনো কারচুপি নেই, প্রথমে আইডি কার্ড দিয়ে ভোটারদের যাচাই করা হবে এবং তাঁদের হাতের ছাপ নেওয়া হবে। এ জন্য এতে জাল ভোটের সুযোগ নেই।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ