ফরিদপুরের নগরকান্দার ডাঙ্গী ইউনিয়নে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায় ঢাকা থেকে ছেড়ে আসা ইসলাম পরিবহনের একটি বাস। এতে বাসচালক সুমন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অন্তত ১০ বাসযাত্রী। গতকাল বৃহস্পতিবার সকালে ইউনিয়নের ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) সোহানুর রহমান জানান, ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা ইসলাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনায় বাসচালক ঘটনাস্থলেই নিহত হন এবং অন্তত ১০ বাসযাত্রী আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত বাসচালকের নাম সুমন।