লক্ষ্মীছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
ময়লা ফেলার নির্ধারিত জায়গা ও পর্যাপ্ত আস্তাকুঁড়ের (ডাস্টবিন) অভাবে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি বাজারে যত্রতত্র আবর্জনার স্তূপ তৈরি হয়েছে। নিয়মিত পরিষ্কার না করায় এসব স্তূপ থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। ফলে শহরবাসী অতিষ্ঠ হয়ে উঠছেন।
সরেজমিনে দেখা গেছে, নির্ধারিত ডাস্টবিন না থাকায় অধিকাংশ প্লাস্টিকের বর্জ্য বৃষ্টির পানির সঙ্গে বাজারের পাশ দিয়ে বয়ে চলা ধুরং খালের পানিতে মিশছে। এতে করে পরিবেশদূষণের পাশাপাশি দূষিত হচ্ছে ধুরং খালের পানি। পানির সঙ্গে আবর্জনা ছড়াচ্ছে শহরময়।
খোঁজ নিয়ে জানা গেছে, খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় প্রধান বাজার এটিই। সপ্তাহে দুই দিন হাট বসে এই বাজারে। বিভিন্ন কাঁচামালের সহজলভ্যতায় চট্টগ্রাম থেকেও ব্যবসায়ীরা আসেন এই বাজারে। তবে ময়লা ফেলার নির্দিষ্ট কোনো জায়গা না থাকায় বাজারের চারপাশে জমে উঠেছে ময়লার স্তূপ।
এ বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীছড়ি বাজার পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম বলেন, ‘আমাদের আবর্জনা ফেলার নির্দিষ্ট কোনো জায়গা নেই; যার ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এ ছাড়া বাজারে একটি পাবলিক টয়লেটও নেই। বারবার একটি টয়লেটের দাবি জানিয়েও পাওয়া যায়নি। একই সঙ্গে বাজারের চাহিদামাফিক ঝাড়ুদার নেই। দু-তিনজন যাঁরা আছেন, তাঁরাও ঠিকমতো বেতন পান না।’
লক্ষ্মীছড়ি বাজারের ব্যবসায়ী জোবাইদুল ইসলাম বলেন, বাজারের নালাগুলো বছরে দু-একবার পরিষ্কার করা হয়, যা প্রয়োজনের তুলনায় খুবই কম। আর ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা না থাকায় যত্রতত্র ফেলতে বাধ্য হচ্ছে সবাই। বাজার ও পরিবেশ সমুন্নত রাখতে একটি ভাগাড় বিশেষ প্রয়োজন।
লক্ষ্মীছড়ি বাজার পরিষ্কার করেন মো. শাহজাহান মিয়া। তিনি বলেন, ‘আমরা ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা পাই না। বাইরে কোথাও ময়লা ফেলতে গেলে অনেকেই বাধা দেয়। অনেকেই আবার ময়লার গাড়ি প্রবেশের রাস্তাও দেন না। এসব নিয়ে বারবার কর্তৃপক্ষকে জানিয়েছি। আজ না কাল বলে বলে এখনো কোনো সমাধান হয়নি।’
জানতে চাইলে লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী বলেন, ‘বাজারের পুরোপুরি দেখাশোনা করে পার্বত্য জেলা পরিষদ। ভাগাড়ের জন্য একটি বরাদ্দ এলেও প্রয়োজনীয় জায়গা না থাকায় সেটি ফেরত দিতে হয়েছে। তবে আমরা জায়গার সন্ধানে আছি। আশা করি দ্রুতই বিষয়টির সমাধান সম্ভব হবে।’